ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২২ অক্টোবর আসছেন

সুষমা স্বরাজের সফরের সময় রোহিঙ্গা নিয়েও আলোচনা হবে

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ অক্টোবর ২০১৭

সুষমা স্বরাজের সফরের সময় রোহিঙ্গা নিয়েও আলোচনা হবে

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২২ অক্টোবর ঢাকায় আসছেন। সুষমা স্বরাজের ঢাকা সফর উপলক্ষে ঢাকা-দিল্লীর মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সুষমা স্বরাজের ঢাকা সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা তুলবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি চলছে। দুই দিনব্যাপী এই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পরামর্শক কমিশনের বৈঠকের নেতৃত্ব দেবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন ঢাকা সফর উপলক্ষে ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে সফরের আলোচ্যসূচী নিয়ে আলোচনাও হয়েছে। ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মতামত চাওয়া হয়েছে। একই সঙ্গে আলোচ্যসূচী নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি তোলা হবে। রোহিঙ্গা ইস্যুতে ভারতের আরও জোরালো সমর্থন চাইবে বাংলাদেশ। এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, নিরাপত্তা, অভিন্ন নদীর পানি প্রবাহ, আন্তঃযোগাযোগ, পর্যটন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাবিরোধী দমন-পীড়ন শুরুর পর ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফর করেন। তখন দুই দেশের যৌথ বিবৃতিতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোন মন্তব্য না থাকলেও পরে ভারত একটি বিবৃতি দেয়। একই সঙ্গে গত ২৯ সেপ্টেম্বর ভারত জাতিসংঘে মানবাধিকার কমিশনে একটি বিবৃতি পেশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের সভা একটি নিয়মিত বৈঠক। এটি দুই দেশের মধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে এই বৈঠকে চলমান বিষয়াবলীও প্রাধান্য পেয়ে থাকে। সে কারণেই রোহিঙ্গা বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। কেননা এটি এখন বাংলাদেশের একটি জাতীয় সঙ্কট হয়ে উঠেছে। আর এই সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গা সঙ্কট নিয়ে ভারতেরও উদ্বেগ রয়েছে। এছাড়া ভারত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর সামনে রেখে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ইতোমধ্যেই দিল্লী সফর করে এসেছেন। দিল্লীতে গত ৫ অক্টোবর ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে এই সফরের সময় আলোচনা কী কী বিষয় প্রাধান্য পাবে, সেটা নিয়েও আলোচনা করেছেন দুই পররাষ্ট্র সচিব। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন সে সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে, তার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সহযোগিতার নতুন নতুন বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।
×