ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় চালকসহ মাইক্রোর তিন আরোহী নিহত

প্রকাশিত: ০৫:২০, ১৮ অক্টোবর ২০১৭

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় চালকসহ মাইক্রোর তিন আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ অক্টোবর ॥ রেল গেটে মাইক্রোবাস বিকল হয়ে পড়লে ট্রেনের ধাক্কায় ওই মাইক্রোবাসের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথ সংলগ্ন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর শ্রীনিবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ১২টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর শ্রীনিবাস রেল গেটে আসার আগেই সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লি. এর একটি মাইক্রোবাস রেল গেট অতিক্রমকালে রেললাইনের উপর হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগামী ট্রেনটি মাইক্রোবাসটিকে দুমড়ে-মুচড়ে প্রায় এক কিলোমিটার দূরে শিকারপুর এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে থানা ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সরিয়ে নিলে ট্রেনটি দুপুর ১টায় দিকে দুর্ঘটনাস্থল থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ওই সিকিউরিটি কোম্পানির কর্মী আবু তাহের ঘটনাস্থলে নিহত হন। সে জেলার আদর্শ সদর উপজেলার ঝাড়মন্ডল গ্রামের মনসুর আলীর ছেলে। হাসপাতালে নেয়ার পর মারা যান ওই সিকিউরিটি সার্ভিসের কুমিল্লা এরিয়া সুপারভাইজার ও চাঁদপুরের বাসিন্দা আবদুর রশিদ এবং মাইক্রোবাসের চালক সোহেল মিয়া।
×