ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় পিকআপের ধাক্কায় স্বাস্থ্য সহকারী নিহত

প্রকাশিত: ০৪:৪১, ১৮ অক্টোবর ২০১৭

পটিয়ায় পিকআপের ধাক্কায় স্বাস্থ্য সহকারী নিহত

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৭ অক্টোবর ॥ পিকআপের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছে। নিহতের নাম আলেয়া হাসান (৪৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফরিদ আহমদের স্ত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্বাস্থ্য সহকারীকে ধাক্কা দিয়ে পিকআপটি তেলবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, পটিয়া উপজেলার বড়য়িলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে কর্মরত স্বাস্থ সহকারী আলেয়া হাসান প্রতিদিনের মতো মঙ্গলবার অফিসের কার্যক্রম শেষ করে আমজুর হাটের মোড়ে এসে দাঁড়ান। এ সময় চট্টগ্রামমুখী পিকআপ আলেয়াকে ধাক্কা দিলে তিনি দূরে ছিটকে পড়েন। এ সময় পটিয়ামুখী তেলবাহী ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। আহত স্বাস্থ্য সহকারীকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টার দিকে তিনি মারা যান। নিহত আলেয়ার বড় ছেলে ওয়ালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ায় শিশুসহ দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, সদর উপজেলার কবুরহাটে বাসচাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো দুই বছরের শিশু আফরিন ও অটোরিক্সাচালক ইরাদ আলী (৪০)। আহতরা হলো বিপাশা, বিউটি ও টুম্পা। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। পানছড়িতে গৃহবধূ সংবাদদাতা পানছড়ি, খাগড়াছড়ি থেকে জানান, পানছড়িতে মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জিয়ানগর গ্রামের গৃহবধূ এক সন্তানের জননী নাজু আক্তার (৩০) ভাড়ায়চালিত মোটরসাইকেলে মধ্যনগর হয়ে জিয়া নগর আসার পথে হাত ফসকে মোটরসাইকেল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু ঘটে। নাটোরে হেলপার নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে ভেহিক্যাল কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার আব্দুস সোবাহান (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোবহান টাঙ্গাইলের কালিয়াদি ডোলকোন গ্রামের মুক্তার আলীর ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুন নূর জানান, ঢাকা অভিমুখী কাভার্ড ভ্যানটি আকস্মিক ব্রেক করলে পেছনের লং ভেহিক্যাল লরি তাকে ধাক্কা দেয়। এতে পেছনের গাড়ির হেলপার আব্দুস সোবহান ঘটনাস্থলেই মারা যায়। ঝালকাঠিতে ঠিকাদার নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠি শহরে কোর্ট সড়কের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় গণপূর্ত বিভাগের ঠিকাদার ফারুক মল্লিক (৫৫) নিহত হয়েছে। সে মধ্য চাঁদকাঠী এলাকার মৃত মোহন মল্লিকের পুত্র। পুলিশ মোটরসাইকেল চালক কলেজছাত্র রায়হান পারভেজকে আটক করেছে। রায়হান পারভেজ চাঁদকাঠী এলাকার কুদ্দুস তালুকদারের পুত্র। সোমবার রাত ৯টায় রায়হান পারভেজ বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় ফারুক মল্লিককে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×