ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:৪০, ১৮ অক্টোবর ২০১৭

টুকরো-খবর

ইউপি চেয়ারম্যানসহ ৫ মাদকসেবী আটক নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৭ অক্টোবর ॥ ইয়াবা সেবনের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যান কাজী সবুজসহ পাঁচ মাদকসেবীকে পাঁচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এছাড়া ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট থাকায় তাকে জরিমানা শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। বাকি চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। সোমবার রাত ৯টায় তাদের আটক করা হয়। জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন বলে তাকে নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে মাদক সেবনকালে ইউপি চেয়ারম্যান কাজী সবুজ, রাজু সিংহ, শুভাষ কর, সিদ্দিক মাতুব্বর ও শাহআলম বেপারী নামের পাঁচজনকে হাতেনাতে পাঁচ ইয়াবাসহ আটক করে। প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৭ অক্টোবর ॥ সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, সোমবার বিকেলে প্রতিবন্ধী মেয়ে বাড়ির পাশে এক ঘরে টিভি দেখতে যায়। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তামান্না আক্তার তাদের প্রতিবেশী নাসির মুন্সির ঘরে নিয়ে যায়। সেই ঘরে আটকে নাসির মুন্সি তাকে ধর্ষণ করে। ইয়াবাসহ মামলার আসামি আটক নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৭ অক্টোবর ॥ আ’লীগ নেতা কবির মৃধার চোখ উৎপাটন মামলার অন্যতম আসামি ইয়াবা স¤্রাট চান্দু সিকদারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, উপজেলার বাশগাড়ি এলাকার দক্ষিণ বাশগাড়ি গ্রামের চান্দু সিকদার দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশ তাকে একটি বাসা থেকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার তাকে কালকিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সে কালকিনি উপজেলার বাশগাড়ি এলাকার ৯নং ওয়ার্ডে আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কবির মৃধার চোখ উৎপাটন মামলার আসামি বলে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। কেরানীগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ অক্টোবর ॥ একটি কোরিয়ান প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা হওয়ার পর তারানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সাদেকুর রহমান সাদেককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তারানগরের বড়াইকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।জানা যায়, সাভারের ভাকুর্তা থেকে কেরানীগঞ্জের বড়াইকান্দি হয়ে রাজধানীর মিরপুর পর্যন্ত পানির পাইপলাইন ও টিউবওয়েল বসানোর কাজ করছে ঢাকা ওয়াসা। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে কোরিয়ান প্রতিষ্ঠান হুন্দাই রোটেম গ্রুপ। গত ২৭ সেপ্টেম্বর কেরানীগঞ্জের বড়াইকান্দি এলাকায় কাজ চলাকালীন রাত ১১টার দিকে ইউপি মেম্বার সাদেক, সেলিম, সাইফুলসহ অজ্ঞাতনামা ১০১২ জন লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা প্রজেক্টের কর্মকর্তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার প্রতিবাদ করলে মামলার বাদী মেহেদী হাসান রুবেলসহ কয়েকজন কর্মচারীকে মারধর করে একটি জেনারেটরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯ অক্টোবর ঢাকা ওয়াসার ক্রেনচালক মেহেদী হাসান রুবেল বাদী হয়েছে মামলা করেন। শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শিক্ষকের নিকট ডিডির পূর্ণ অর্থ জানতে চাওয়ায় শরণখোলায় এক স্কুলছাত্রকে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নে আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাকির হোসেন ও রায়হান নামের এক নবম শ্রেণীর ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন, ইউপি চেয়ারম্যান ও কয়েকজন শিক্ষকের ইন্ধনে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীরা ম্যানেজিং কমিটির সদস্যের উপর হামলা ও মিছিল করেছে। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যান মঈনুল হোসেন টিপু বিষয়টি কাল্পনিক দাবি করে বলেন, মিছিলের খবর পেয়ে তিনি স্কুলে যান এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন। হত্যার ৩ বছর পর মামলা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৭ অক্টোবর ॥ বাংলাদেশ টেলিভিশনের স্বর্ণপদকপ্রাপ্ত ক্যামেরাম্যান মোঃ আলতাফ হোসেনকে অপহরণ করে হত্যার অভিযোগ এনে আদালতের নির্দেশে রাজপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত আলতাফ হোসেন রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের বাসিন্দা। সোমবার রাতে রাজাপুর থানা পুলিশ মামলা রেকর্ড করে এসআই আঃ সালামকে তদন্তের নির্দেশ দিয়েছে। নিহত আলতাফ হোসেনের স্ত্রী ছবি আক্তার ছাবিনা বাদী হয়ে ৪ জনকে এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের করেছে। এরা হচ্ছে একই গ্রামের সামসের হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম লিটন ওরফে সাধু হাওলাদার, মোঃ রেজোয়ান হাওলাদার, মোজাম্মেল হাওলাদার ও মৃত লেহাজ উদ্দিন ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি উপজেলার কানুদাসকাঠী গ্রামের বাড়ি থেকে আলতাফ হোসেনকে অপহরণ করা হয় এবং ৭ মার্চ আলতাফ হোসেনকে মৃত অবস্থায় আসামিরা গ্রামের বাড়িতে নিয়ে আসে এবং লাশ দাফন করে। শিবালয়ে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৭ অক্টোবর ॥ শিবালয়ে অক্সফোর্ড একাডেমির সহকারী শিক্ষিকা রেখা রানীকে নির্যাতন করায় প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১২টায় বোয়ালী ডাক্তার খানা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপর এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। জানা গেছে, ওই বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবদুল মতিন দায়িত্ব পালনকালে রেখা রানীকে নির্যাতন করেন। এ মানববন্ধন কর্মসূচীতে অক্সফোর্ড একাডেমির কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খাঁন হিরু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুনীল নাথ, অক্সফোর্ড একাডেমির কার্যকরী কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার রাজবংশী, শিবালয় উপজেলা শাখার সভাপতি রামানন্দ পাল, ছাত্র মহাজোটের সুজন বিশ্বাস, ভুক্তভোগী শিক্ষিকা রেখা রানী দত্ত। ৫০ হাজার লিটার মদ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৭ অক্টোবর ॥ লামা উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার উপজেলার আজিজনগর বাজার সংলগ্ন মার্মা পাড়া থেকে এসব জব্দ করা হয়। এ সময় মিশু মার্মা নামের এক নারীকে আটকের পর জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সূত্র জানায়, আজিজনগর বাজার সংলগ্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মার্মা পাড়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরি ও পাচারের জন্য মজুত করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবালের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা অভিযান চালায়। এ সময় পাড়ার বিভিন্ন ঘর থেকে ৫০ হাজার লিটার মদ, উপকরণ জব্দ করে। ওয়ার্কশপ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) ১৭ অক্টোবর ॥ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বাঘাবাড়ী বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ভিসি প্রফেসর ড. এরশাদুজ্জামান, প্রফেসর ড. এস এম মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শেহেলী লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে ছোটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশেন এ ঘটনা ঘটে। সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত আব্দুল মান্নাফের ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের পৌঁছলে তাড়াহুড়া করে নামতে গিয়ে সে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ৫১ শিশুকে পুরস্কার প্রদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ অক্টোবর ॥ ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’-এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম ও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব প্রমুখ।
×