ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ষণচিত্র ইন্টারনেটে দেয়ার হুমকিতে আত্মহত্যা

তেঁতুলিয়ায় ছয়দিন পর কবর থেকে ছাত্রীর লাশ উত্তোলন

প্রকাশিত: ০৪:৩৫, ১৮ অক্টোবর ২০১৭

তেঁতুলিয়ায় ছয়দিন পর কবর থেকে ছাত্রীর লাশ উত্তোলন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভিডিওর ফাঁদে ফেলে অব্যাহত ধর্ষণ ও ধর্ষণচিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিতে তেঁতুলিয়ার আত্মহননকারী মেধাবী স্কুলছাত্রী রহিমা আক্তার সোনিয়ার লাশ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের ৬ দিন পর মঙ্গলবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ স্কুলছাত্রীর লাশ তার নিজ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করে। এর আগে সোমবার দুই ধর্ষক রাজন ও আতিক আদালতে আত্মসমর্পণ করলে পুলিশের পক্ষ থেকে লাশ পুনঃময়নাতদন্ত ও আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এর বিচারক জাহাঙ্গীর আলম পুনঃময়নাতদন্তের জন্য স্কুলছাত্রী সোনিয়ার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দিলেও রিমান্ড আবেদন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এরই প্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে দাফনের ৬ দিন পর স্কুলছাত্রীর লাশ তেঁতুলিয়া উপজেলা সদরের কালারামজোত নিজ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়। পুনঃময়নাতদন্তের জন্য পুলিশ প্রহরায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল মর্গে সোনিয়ার লাশ প্রেরণ করা হয়। তেঁতুলিয়া থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলা থেকে নিয়মিত মামলা হওয়ায় ধর্ষণ সংক্রান্ত ডাক্তারী পরীক্ষার জন্য পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন দেখা দেয়ায় স্কুলছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে মর্মে পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ জানান। এদিকে, মঙ্গলবার দুপুরে একই আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বাদী পক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও এ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌসসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। আসামি পক্ষে এ্যাডভোকেট মির্জা সারওয়ার হোসেনসহ কয়েকজন ছিলেন। উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারক জাহাঙ্গীর আলম দুই ধর্ষকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×