ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ারের দুই কোম্পানি

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ অক্টোবর ২০১৭

ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ারের দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পের জন্য ২০২ কোটি টাকা অনুমোদন করেছে। কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধনী যন্ত্রপাতি ও জমি কিনবে। অন্যদিকে স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা অনুমোদন করেছে। কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে। উল্লেখ্য, স্কয়ার টেক্সটাইল ২০০২ সালে ও স্কয়ার ফার্মা ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।-অর্থনৈতিক রিপোর্টার ১ টাকা লভ্যাংশে আমরা নেটওয়ার্কের দর বেড়েছে ৯ টাকা আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে প্রতিটি শেয়ার ১ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার বিকেলে এ লভ্যাংশ ঘোষণার পরের দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৯ টাকা। অর্থাৎ ১ টাকা পাওয়ার জন্য বিনিয়োগকারীদের গেছে ৯ টাকা। লভ্যাংশ ঘোষণা পরবর্তী মঙ্গলবার আমরা নেটওয়ার্কের শেয়ারে বিনিয়োগকারীদের চাহিদা সৃষ্টি হয়। যাতে আগের দিনের ১০২.৬০ টাকার শেয়ার বেড়ে হয়েছে ১১১.৮০ টাকা। এক্ষেত্রে শেয়ারটির দর বেড়েছে ৯.২০ টাকা। মঙ্গলবার যারা শেয়ার বিক্রি করে দিয়েছেন, তারা লাভবান হয়েছেন। কারণ ১ টাকার লভ্যাংশ পরিবর্তে তারা ৯ টাকা পেয়েছেন। এছাড়া এই ১ টাকা লভ্যাংশ পেতে প্রায় ২ মাস অপেক্ষা করতে হতো। এদিন কোম্পানিটির শেয়ার ৯৪ টাকা থেকে ১১৪.৭০ টাকায় লেনদেন হয়। এদিন শেয়ারটি ৭ হাজার ৫৬০ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে ২৪ লাখ ৮৪ হাজার শেয়ার ২৬ কোটি টাকায় লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×