ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপে সার্ভিস চালু করল ইউসিবি

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ অক্টোবর ২০১৭

ইউপে সার্ভিস চালু করল ইউসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিস (ইউপে) চালু করল বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এ সেবার মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে ডিজিটাল টাকায় পেমেন্ট করা যাবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন ডিজিটাল পেমেন্ট সার্ভিস (ইউপে) সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউপে সেবার বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, দেশে এই প্রথম সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আধুনিক ও নির্ভরযোগ্য ব্লকচেইন ও কিউ আর কোডে মোবাইলে ইউপে থেকে দ্রুত ও সহজে লেনদেন করা যাবে। ইউপের পেমেন্টের জন্য গ্রাহককে নগদ অর্থ বহন করতে হবে না। এছাড়া ইউপের মাধ্যমে উপহার হিসেবে ডিজিটাল চেক প্রদান, ভাউচার ও রিওয়ার্ড পয়েন্ট নগদায়ন, হিসাব অনুসন্ধান ও ছোট আকারের স্টেটমেন্ট সম্পাদন করা যাবে।
×