ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাজমহল নিয়ে বিতর্ক

ব্রিটিশ স্থাপনার কী হবে প্রশ্ন মমতার

প্রকাশিত: ০৪:২২, ১৮ অক্টোবর ২০১৭

ব্রিটিশ স্থাপনার কী হবে প্রশ্ন মমতার

সংখ্যালঘুদের তুষ্ট করতে চাচ্ছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এমন অভিযোগ উঠতে পারে। তারপরও তাজমহল বিশ্বাসঘাতকদের তৈরি বিজেপির আইনপ্রণেতা সঙ্গীত সোমের এমন মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মমতা বলেন, মন্তব্য করতে লজ্জাই লাগছে আমার। ব্রিটিশ আমলে অনেক কিছু নির্মাণ করা হয়েছে। সেগুলো ঐতিহ্যের অংশ!! এনডিটিভি। তাজমহল নিয়ে তিনি গর্বিত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। এটি নিয়ে আমরা গর্বিত। এমনকি পার্লামেন্ট ভবনও ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল। মন্ত্রীদের দফতরগুলো, নর্থ ব্লক, সাউথ ব্লকও তাদেরই নির্মিত। চলতি মাসের প্রথমদিকে উত্তর প্রদেশের পর্যটন ব্রুশিয়ারে তাজমহলকে বাদ দেয়ার পর থেকে এ নিয়ে ভারতজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। পর্যটনের তালিকা থেকে বাদ দেয়ার আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এ স্থাপনা ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না। তখন এ বিষয়টিকে বিজেপির রাজনৈতিক এজেন্ডা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি এর তীব্র নিন্দা জানাই। একটি সরকার তাদের পর্যটন ব্রুশিয়ার থেকে তাজমহলকে কীভাবে বাদ দেয় তা জানা নেই আমার। ভারতের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। মুগল সরাইয়ের নাম পরিবর্তন করে একজন বিজেপি নেতার নামে রাখা হয়েছে। কোন নেতার প্রতি আমার অশ্রদ্ধা নেই।
×