ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই কাতালান নেতা কারাগারে

প্রকাশিত: ০৪:২০, ১৮ অক্টোবর ২০১৭

দুই কাতালান নেতা কারাগারে

কাতালান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দুই নেতাকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে স্পেনের একটি আদালত। এর ফলে মঙ্গলবার সেখানে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। সরকার বা স্বাধীনতাকামী কোনপক্ষই এ রাজনৈতিক বিতর্কে এখনও কোন ছাড় দেয়ার আভাস দেয়নি। এএফপি ও ইন্ডিপেন্ডেন্ট। কাতালান নেতা জোর্ডি কুইসার্ট এবং জোর্ডি সানচেজ আটক হতে পারেন এমন আশঙ্কায় সোমবার থেকেই কাতালোনিয়ার রাজধানী বার্সিলোনার বিক্ষুব্ধ লোকজন রাজপথে নেমে এসেছিল। এ দুজন যথাক্রমে স্বাধীনতাপন্থী নাগরিক সংগঠন অমনিয়াম কালচার এবং কাতালান ন্যাশনাল এ্যাসেম্বলির প্রধান। দুটি সংগঠনেরই হাজার হাজার সদস্য রয়েছে। স্বাধীনতার দাবিতে কাতালানের রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয়ে হয়ে ওঠার পর গ্রুপ দুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সহিংতায় উস্কানির অভিযোগ আনা হয়েছে। ১ অক্টোবর স্বাধীনতার দাবিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক সহিংসতার ঘটনা ঘটে। স্পেনের সাংবিধানিক আদালত ওই ভোটকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ৭৫ লাখ জনঅধ্যুষিত কাতালোনিয়ার রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পৃথক স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য তারা এখন স্বাধীনতার দাবি তুলেছে। কাতালান সরকারের মুখপাত্র জোর্ডি টুরুল বলেছেন, ‘মাদ্রিদ নিজেই এখন সহিংসতায় উস্কানি দিচ্ছে। জাতীয় আদালতের রুলিংয়ের পর মঙ্গলবার সেখানে ধর্মঘট আহ্বান করা হয়েছে। ওই দুই দলের পক্ষ থেকে কাতালানবাসীকে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। অমিনিয়াম কালচারালের সাধারণ সম্পাদক জোর্ডি বসচ বলেছেন, ‘আমি কাতালানবাসীকে আগামীকাল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাই।’ প্রতিবাদে অংশ নেয়ার আহ্বান সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্পেনের বাইরে অন্য জায়গা থেকেও বিক্ষোভের খবর এসেছে। মঙ্গলবার লন্ডনে কিছু লোক সাময়িকভাবে কাজ বন্ধ রেখে কাতালোনিয়ার রাজনৈতিক মুক্তি দেয়ার আহ্বনা জানায়। আটকাদেশ পাওয়ার পর জোর্ডি কুইসার্ট একটি ভিডিওবার্তা রেকর্ড করে রাখেন, যেটি তিনি আটক হলে প্রচার করার অনুরোধ করে রেখেছিলেন। ওই বার্তাটি সোমবার রাতেই প্রচার করা হয়। ওই ভিডিওতে তিনি বলেছেন, রাষ্ট্র আমার স্বাধীনতা অস্বীকার করেছে। তিনি আটক হলেও দলকে শান্তিপূর্ণভাবে কর্মসূচী চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কাতালান পুলিশপ্রধান জোসেফ লুইস ত্রাপেরোকে এদিন আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধেও বিদ্রোহের মামলা আনা হতে পারে। কারণ তিনি গণভোট আয়োজন বন্ধ রাখতে ও পরবর্তীতে বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছর কারাদ- হতে পারে। তবে পুলিশপ্রধানকে আটক করা হয়নি। ১৯৭৭ সালে স্পেনে গণতন্ত্র প্রবর্তনের পর দেশটি এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী আন্দোলনের নেতা কার্লেস পুজদেমান্তকে স্বাধীনতার দাবি থেকে সরে আসার জন্য তিন দিন সময় দিয়েছে মাদ্রিদ। গণভোটের পর তিনি প্রথম বক্তৃতায় স্বাধীনতার ঘোষণা না দিয়ে মাদ্রিদের সঙ্গে আলোচনার জন্য সময় নেয়ার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় পুজদেমান্তকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি কী চান তা স্পষ্ট করে বলার সময় এখনও রয়েছে।’
×