ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূতের ভয়ে গ্রামছাড়া

প্রকাশিত: ০৬:১১, ১৭ অক্টোবর ২০১৭

ভূতের ভয়ে গ্রামছাড়া

ভারতের তেলেঙ্গনার নির্মল জেলার কাসিগুড়া গ্রামে ৫০-৬০টি পরিবার বসবাস করে। মূলত পাথর কেটেই জীবিকা চলে বেশিরভাগ মানুষের। কিন্তু সম্প্রতি ‘ভূতের তান্ডবে’ কাজকর্ম ফেলে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে। দেখতে দেখতে জনশূন্য হয়ে যাচ্ছে গ্রামটি। যে কয়েকটি পরিবার এখনও টিকে রয়েছে তারা দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন গৃহবন্দী অবস্থায়। -এনডিটিভি অবসাদ কমাতে মাশরুম অবসাদের চিকিৎসায় খুবই কাজ দিতে পারে ম্যাজিক মাশরুম। এমনটাই দাবি করছেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষকরা। অবসাদে আক্রান্ত বেশকিছু রোগী প্রথাগত চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। তাদের ওপরে সাইলোসাইবিন নামে একটি রাসায়নিক ব্যবহার করা হয়। এটি পাওয়া যায় ম্যাজিক মাশরুমে। ওই যৌগটি প্রয়োগ করার কয়েক সপ্তাহ পরই অনেকের অবসাদ অনেকটা কমে গিয়েছে। -টাইমস অব ইন্ডিয়া
×