ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

প্রকাশিত: ০৬:১১, ১৭ অক্টোবর ২০১৭

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নকল ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার, বেপরোয়া যানবাহন চালানো ও অন্যান্য অভিযোগে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ২ জনকে কারাদন্ড ও জরিমানা করেছে। সোমবার আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কজন গাড়ির মালিক অভিযোগ করেন, এসব ভুয়া সনদের জন্য বিআরটিএর কজন কর্মকর্তা ও কর্মচারীর একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। বিআরটিএ জানিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এ অভিযানে ১৯৮৩ সালের মোটরযান আইনে তাদের শাস্তি দেয়া হয়। এদিন মোট ৬৯টি মামলা দায়ের ও ১ লাখ ৪০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। এসব অভিযান চালানোর সময় একজন সিএনজি অটোচালক চরম ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের অভিযোগ করেন, বিআরটিএর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া লাইসেন্স প্রদান ও কর্মচারীদের হয়রানি করেন। ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে এ অনিয়ম অনেকটাই কমে আসবে। এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান সোমবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেন, রাজ্জাক আমার ব্যক্তিগত সহকারী। আমার কাছে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কেউ করেনি। তারপরও অভিযোগ যেহেতু আছে, আগামীকালই আমি অফিসে গিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। এদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালত রাজধানীর বাবুবাজারে ২০ মামলা দায়ের ও জরিমানা করেন।
×