ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ফুটপাথ দখলদারদের তালিকা আদালতে

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ অক্টোবর ২০১৭

সিলেটে ফুটপাথ দখলদারদের তালিকা আদালতে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আদালতের নির্দেশের পর সোমবার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে নগরীর ফুটপাথ দখলদার ও তাদের আশ্রয়দাতা হিসেবে ৪০ জনের তালিকা জমা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন। আদালত সূত্র জানায়, সিলেট একটি পবিত্র নগরী। আর এ নগরীতে দলমত ও ভয় ভীতির উর্ধে উঠে নগরী রাস্তা-ফুটপাথ হকারদের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিলেট সিটি মেয়র ও কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ৭ অক্টোবর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ফুটপাথ দখলদারদের তালিকা জমা দিতে না পারায় ১৬ অক্টোবর তাদের আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো। উল্লেখ্য, সিলেট জেলা আইনজীবী সমিতির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে ফুটপাথ দখলকারীদের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন আকারে জমা দিতে মেয়রকে নির্দেশ দেন মুখ্য মহানগর হাকিম আদালত। এ ক্ষেত্রে মেয়রকে সহযোগিতার জন্য কোতোয়ালি থানার ওসিকেও নির্দেশ দেন আদালত। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ৩০ মে নগরীর ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিসিক। এ বৈঠকের পর গত ১ জুন থেকে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় ফুটপাথে অবৈধ দখলকারীদের উচ্ছেদে অভিযান শুরু করে সিসিক। কিন্তু কয়েক দিনের মধ্যেই সে অভিযানে ভাটা পড়লে অবৈধ দখলদাররা ফিরে আসে।
×