ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ল্যাবএইড গ্রুপের মালিককে দুদকে তলব

প্রকাশিত: ০৫:৩৪, ১৭ অক্টোবর ২০১৭

ল্যাবএইড গ্রুপের মালিককে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ একই মেশিনারিজ বিভিন্ন ব্যাংকে বন্ধক দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ নেয়ার অভিযোগসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ল্যাবএইড গ্রুপের মালিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের পক্ষ থেকে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডাঃ এএম শামীমকে আগামী বৃহস্পতিবার সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিস পাঠানো হয়। অপরদিকে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, তার ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে তলব করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত দিলদার ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
×