ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লু হোয়েল গেমের সব লিঙ্ক বন্ধ করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ অক্টোবর ২০১৭

ব্লু হোয়েল গেমের সব লিঙ্ক বন্ধ করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ব্লুু হোয়েল গেম নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে গেমটির সব লিংক ও এ্যাপ্লিকেশন বন্ধ এবং মোবাইল অপারেটরগুলোর রাতের ‘বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ করাসহ তিন দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। বরিশালের উজিরপুরে এক ছাত্রীর ওপর বখাটের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। রাজধানীর মিরপুর বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদে হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা বহাল রেখে সরকারের আপীল খারিজ করেছে আপীল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টকেই রুলের নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট এই আদেশ প্রদান করেছে। অন্যদিকে মোবাইল কোম্পানির বিরক্তিকর কল এবং এসএমএস নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে নোটিস পাঠিয়েছে সুপ্রীমকোর্টের এক আইনজীবী। ব্লু হোয়েল গেম নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে গেমটির সব লিংক ও এ্যাপ্লিকেশন বন্ধ এবং মোবাইল অপারেটরগুলোর রাতের ‘বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ করাসহ তিন দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ তিন দফা নির্দেশনা দেয়। তিন নির্দেশনার মধ্যে রয়েছে (ক) ব্লু হোয়েল বা এ জাতীয় ‘আত্মহত্যায় প্ররোচনা দানকারী’ ইন্টারনেট ভিত্তিক গেমের গেটওয়ে লিংক ও এ্যাপ্লিকেশন বন্ধ করতে হবে। (খ) রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দেশের সব মোবাইল অপারেটরের ‘রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার’ ছয় মাসের জন্য বন্ধ থাকবে। (গ) ব্লু হোয়েলসহ এ জাতীয় ইন্টারনেট ভিত্তিক গেমে আসক্তদের চিহ্নিত করতে এবং প্রয়োজনীয় কাউন্সিলিং দিতে অভিজ্ঞদের নিয়ে একটি ‘মনিটরিং সেল’ গঠন করতে হবে। তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে আদালত। আদালতে রিটকারীপক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ হুমায়ন কবির পল্লব; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, সমাজ কল্যাণ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, সিটিসেল কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি আত্মহত্যা করা রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অপূর্বা বর্ধন স্বর্ণার (১৩) বাবা এ্যাডভোকেট সুব্রত বর্ধন এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক রিটটি ব্লু হোয়েল গেম সংক্রান্ত রিটটি দায়ের করেন। পরে হুমায়ুন কবির পল্লব জানান, ছয়মাসের জন্য গেম লিঙ্ক বন্ধ ছাড়াও যারা এসব গেমসে আসক্ত তাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি এবং আসক্তদের কাউন্সিলিং করতে একটি বিশেষজ্ঞ টিম গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রবিবার সুপ্রীমকোর্টেও তিন আইনজীবী এই রিটটি দায়ের করেন। ছাত্রীর ওপর বখাটের হামলায় হাইকোর্টের উদ্বেগ ॥ বরিশালের উজিরপুরে এক ছাত্রীর ওপর বখাটের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হক বলেছেন, পত্রিকায় দেখতে পেলাম বরিশালের উজিরপুর এলাকায় একজন ছাত্রীর ওপর বখাটে হামলা করেছে। বখাটের ওই হামলায় তার মুখম-লসহ তার শরীরে ১৬টি সেলাই করতে হয়েছে। রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি কাজী রেজা-উল হক বলেন, এ ধরনের ঘটনায় কি ব্যবস্থা নেয়া হয়েছে, আমাদের জানান। বিহারি ক্যাম্পে স্থিতাবস্থার আদেশ বহাল ॥ রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে উচ্ছেদে হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা বহাল রেখে সরকারের আপীল খারিজ করেছেন আপীল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টকেই রুলের নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ১০ আগস্ট বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন। এই রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে এ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয় আদালত। পরে ১৩ আগস্ট পল্লবী অন্তর্গত ক্যাম্পগুলোতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয় হাইকোর্ট বিভাগ। এই স্থিতাবস্থার আদেশের ওপর স্থগিতাদেশ লিভ টু আপীল আবেদন করে এলজিআরডি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ৬টি মন্ত্রণালয়। মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিসে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলমসহ আরও দু’জন হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, এ্যাডভোকেট হাফিজুর রহমান খান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মোবাইলে বিরক্তিকর কল-এসএমএস বন্ধে নোটিস ॥ মোবাইল কোম্পানির বিরক্তিকর কল এবং এসএমএস নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে নোটিস পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের এক আইনজীবী। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে বেসরকারী সংস্থা ভয়েস এর পক্ষ থেকে আইনজীবী তানজিম আল ইসলাম নোটিসটি পাঠান। নোটিসে বলা হয়, মোবাইল গ্রাহকদের যখন তখন বিভিন্ন অফারের নামে বিরক্তিকর কল এবং এসএমএস প্রদান করা হয়। কিন্তু এ ধরনের বিরক্তিকর কল এবং এসএমএস নিয়ন্ত্রণে কার্যকর কোন নীতিমালা নেই। বিটিআরসি ২০১৩ সালে এ সংক্রান্ত একটি নীতিমালা খসড়া করে রাখলেও তা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। নোটিসে উল্লেখ করা হয়, প্রায় সময়ই গ্রাহকের অনুমতি ছাড়াই বিভিন্ন অফারসহ বিভিন্ন কোম্পানির এসএমএস পাঠানো হয়, যা ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষার জন্য হুমকিস্বরূপ। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা হিসেবে মোবাইল ফোনের গ্রাহকদের রাখা হয়নি। সংবিধান অনুযায়ী ভোক্তাদের আইনের আশ্রয় নেয়ার যে অধিকার তা সরাসরি লঙ্ঘন হয়েছে। নোটিসে আগামী সাতদিনের মধ্যে এ ধরনের বিরক্তিকর কল এবং এসএমএস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে আইনজীবী তানজিম আল ইসলাম সাংবাদিকদের জানান।
×