ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আহত ৫

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৫:৩২, ১৭ অক্টোবর ২০১৭

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টোর, সিলেট অফিস ॥ সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ সিলেট এমসি কলেজে বিএসএস এবং লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। চট্টগ্রামে সংঘর্ষে আহত ৫ ॥ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম সরকারী কলেজে ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষে আহত হয়েছে ছাত্রলীগের পাঁচ কর্মী। উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ সময় পুলিশের দিকেও ছুটে আসে কর্মীদের ইট পাটকেল। সূত্র জানায়, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে। ধাওয়াপাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ গিয়ে লাঠিচার্জের মাধ্যমে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোড়া হয়। উল্লেখ্য, অনার্স কোর্সে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ব্যানার টানানো নিয়ে রবিবারও চট্টগ্রাম কলেজে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া হয়। পুলিশ দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
×