ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৩০, ১৭ অক্টোবর ২০১৭

সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ সংসদ ভেঙ্গে ‘সহায়ক সরকারের’ অধীনে নির্বাচনের যে প্রস্তাব নির্বাচন কমিশনের সংলাপে দিয়েছে বিএনপি, তা ‘অবান্তর ও সংবিধান বিরোধী’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি বলেছে নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে যা সংবিধানবিরোধী। গতবারও সংসদ বহাল রেখে নির্বাচন হয়েছিল, এবারও তাই হবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে একটি সংবিধান আছে। সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসলে বিএনপি কি চায় দেশের মানুষ তা বোঝে না। তারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সবাইকে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, এর আগ পর্যন্ত বিএনপি বলল, নির্বাচন কমিশন তারা মানেন না। এই নির্বাচন কমিশন অবৈধ। তারপর সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউপি নির্বাচন করল। তারপর তারা বললেন, এই নুরুল হুদা কমিশন মানি না। আবার সেই ইসির সঙ্গে সংলাপে গেলেন। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, তারা এখন নির্বাচনকালীন সরকার চায়। হয়ত একসময় গ্রীষ্মকালীন ও শীতকালীন সরকার চাইবেন। এরপর আবার বসন্তকালীন সরকার চাইবেন। এটা কি মামু (মামা) বাড়ির আব্দার। দেশটাকে কি ঘরের সম্পত্তি পেয়েছেন? এই দেশ পরিচালিত হচ্ছে সংবিধানগতভাবে। সংবিধান অনুসারেই এই দেশে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কোন কমিশনারের কোন সুযোগ নেই এই সংবিধানের বাইরে এসে কোন কিছু করার। জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ বক্তব্য রাখেন। ইসিকে মেনেই সংলাপে গেছে বিএনপিÑ ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মেনে নিয়েছে বলেই সংলাপে অংশ নিয়েছে। তবে সংলাপে বিএনপি বলেছে নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে, যা সংবিধান বিরোধী। গতবারও নির্বাচন সংসদ বহাল রেখে হয়েছিল এবারও তাই হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা : রোহিঙ্গাদের ওপর পৈশাচিক নির্যাতন মানবতা ও বিশ্ব শান্তির বিরুদ্ধে চপেটাঘাত’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট সামসুল হক টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। ইসির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশগ্রহণ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, বর্তমান ইসিকে মেনে নিয়ে বিএনপি সংলাপে অংশ নিয়েছে। সংলাপ শেষে বের হয়ে যাওয়ার সময় দলের নেতাদের খোশমেজাজে দেখা যায়। যদিও বিএনপি কিছুদিন আগ পর্যন্ত ইসি ও সিইসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। আমরা চাই বিএনপির এই খোশমেজাজ নির্বাচন পর্যন্ত থাকুক এবং তারা যেন নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের বিএনপির প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, আসলে বিএনপি সেনাবাহিনী দিয়ে পুলিশ-আনসারের কাজ করাতে চায়।
×