ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশিত: ০৫:২৯, ১৭ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রিসভার অভিনন্দন

বিশেষ প্রতিনিধি ॥ মাদার অব হিউম্যানিটি খেতাব লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রিসভা তামাক নিয়ন্ত্রণ ও তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ ব্যয় করার বিধান রেখে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি-২০১৭’র খসড়ার অনুমোদন দিয়েছে। এছাড়া জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন-২০১৭’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিতবৈঠকে আইনটি অনুমোদন দেয়া হয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গৃহীত এবং অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনান। তিনি জানান, দেশী-বিদেশী গণমাধ্যম থেকে বিভিন্ন খেতাব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমসে ‘স্টার অব দ্যা ইস্ট’ নামে অভিহিত করা হয়েছে। চ্যানেল ফোর প্রধানমন্ত্রীকে মাদার অব হিউম্যানিটি খেতাব দিয়েছে। এর সঙ্গে দ্যা এশিয়ান এজ পত্রিকা প্রধানমন্ত্রীকে রাউল গুসতাফ ওয়েলবার্গের সঙ্গে তুলনা করেছে। রাউল ওয়েলবার্গ হিটলারের কাছ থেকে ১ লাখ ইহুদীকে বাঁচিয়েছিলেন, এ জন্য তাকে স্মরণ করা হয়। এ তিনটি ইস্যুতে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতির তামাক নিয়ন্ত্রণ ও তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ ব্যয় করার বিধান রেখে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি-২০১৭’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সারচার্জ থেকে প্রতিবছর প্রায় তিন শ’ কোটি টাকা আদায় হয়। এ অর্থ আগেও ব্যয় হতো। তবে এ অর্থ ব্যবস্থাপনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হলো। স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি-২০১৭’র খসড়া মন্ত্রিসভায় নিয়ে আসে স্বাস্থ্যসেবা বিভাগ। মন্ত্রিসভা এটির অনুমোদন দেয়। এতে ১৪টি ধারা থাকবে। সূত্র জানায়, ২০১৪ সাল থেকে তামাকজাত পণ্যের ওপর এক শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করে সরকার। এরপর ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ এই তিন অর্থবছরে সারচার্জ বাবদ আদায় হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। গত তিন বছরে এ খাত থেকে সারচার্জ হিসেবে আদায় হয় প্রায় নয় শ’ কোটি টাকা। তবে নীতিমালার অভাবে রাষ্ট্রীয় কোষাগারে এই অর্থ তিন বছর ধরে অলস পড়ে আছে। জানা গেছে, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আমদানি ও উৎপাদন পর্যায়ে আরোপিত এক প্রকার শুল্ক, যা সাধারণত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য যেমন তামাক, এ্যালকোহলের ওপর আরোপ করা হয়। এ ধরনের শুল্ককে ‘সিন ট্যাক্স’ নামেও অভিহিত করা হয়। মূলত ক্ষতিকর পণ্যের ব্যবহার হ্রাস ও ব্যবহারজনিত অসুখের চিকিৎসা খরচ মেটাতেই এ ধরনের সারচার্জ আরোপের মাধ্যমে রাজস্ব আহরণ করা হয়। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইনের অনুমোদন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন-২০১৭’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় আইনটি নিয়ে আসে পরিকল্পনা বিভাগ। মন্ত্রিসভা আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে এটাকে কর্পোরেট বডি হিসেবে রূপ দেয়া হয়। ১৯৭৯ সালের একটি অর্ডিন্যান্স অনুযায়ী ইনস্টিটিউট পরিচালিত হয়। এটি পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি বোর্ড থাকবে। কিন্তু ১৫ সদস্য কারা কারা হবে সেটা আইনে উল্লেখ করা হয়নি। তবে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভাইস-চেয়ারম্যান হবেন প্রতিমন্ত্রী, ওই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী না থাকলে ভাইস চেয়ারম্যান হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব। বর্তমানে এই প্রতিষ্ঠানটি রয়েছে। যেভাবে আছে সেভাবেই আইনটি নতুনভাবে বাংলায় করা হয়েছে।
×