ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক শিরোপা জিততে চান রোনাল্ডো

প্রকাশিত: ০৫:২২, ১৭ অক্টোবর ২০১৭

হ্যাটট্রিক শিরোপা জিততে চান রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন বুনছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে কঠিন চ্যালেঞ্জে মাঠে নামার আগে এই মন্তব্য করেন সি আর সেভেন। সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবারও মিশন শুরু হয়েছে দারুণভাবে। প্রথম দুই ম্যাচেই জিতেছে কোচ জিনেদিন জিদানের দল। আজ রাতে তৃতীয় ম্যাচ খেলবে গ্যালাক্টিকোরা। এটাই এবারের আসরে তাদের প্রথম বড় পরীক্ষা। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। স্পার্সরা সাম্প্রতিক সময়ে আছে তুখোড় ফর্মে। তারাও প্রথম দুই ম্যাচ জিতেছে। দলটির ইংলিশ অধিনায়ক হ্যারি কেন আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। কি ক্লাব, কি জাতীয় দল সবখানেই অপ্রতিরোধ্য তিনি। ইংল্যান্ডকে বিশ্বকাপে তোলার লড়াইয়ে বাছাইপর্বে কেন ছিলেন অসাধারণ। চ্যাম্পিয়ন্স লীগেও সবশেষ ম্যাচে তিনি করেছেন হ্যাটট্রিক। এ কারণে বার্নাব্যুতে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বলে ধারণা ফুটবল প-িতদের। এই গ্রুপের আরেক ম্যাচে সাইপ্রাসের এ্যাপোয়েল নিকোশিয়ার বিরুদ্ধে খেলবে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। ‘এফ’ গ্রুপে টানা দুই জয় পাওয়া ম্যানচেস্টার সিটিও আজ রাতে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান লীগে শীর্ষে থাকা নেপোলি। অন্যদিকে ‘ই’ গ্রুপে স্লোভেনিয়ার ম্যারিবোরের আতিথ্য নিচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল আর স্পেনের সেভিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে রাশিয়ার স্পাটার্ক মস্কো। রোনাল্ডো ছয় ছয়বার চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফাইনালে খেলেছেন পাঁচবার, শিরোপা জিতেছেন চারবার। চারবার জিতেছেন ইউরোপের গোল্ডেন স্যু। এবার ষষ্ঠবারের মতো পর্তুগীজ তারকার আশা ফাইনাল খেলবেন। টটেনহ্যামের বিরুদ্ধে মাঠে নামার আগে রোনাল্ডো বলেন, চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলা অন্যরকম অনুভূতি। আমি অনেকবার খেলেছি, শিরোপা জিতেছি। এবারও ফাইনালে খেলতে চাই। টটেনহ্যামকে সমীহ করে রিয়াল তারকা বলেন, ওরা দারুণ ফর্মে আছে। বিশেষ করে হ্যারি কেন। আমাদের তাই জয় পেতে হলে সেরাটাই খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। দ্বিতীয় ম্যাচেও তাই করেছেন। আজ রাতে কি তাহলে হ্যাটট্রিক করে ফেলবেন পর্তুগীজ তারকা? অবশ্য স্প্যানিশ ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর লা লিগায় টানা তিন ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি। তাতেই শুরু হয়ে যায় সমালোচনা। অবশেষে সবশেষ ম্যাচে গেটাফের বিরুদ্ধে লা লিগায় প্রথম গোল করেছেন। এরপরও এত সমালোচনা শুনে ক্লান্ত হয়ে উঠেছেন চারবারের বর্ষসেরা ফুটবলার। এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, মনে হচ্ছে, আমি কে প্রতি ম্যাচেই তা দেখিয়ে যেতে হবে। আমার ব্যাপারে মানুষ যা ভাবে তাতে আমি বিস্মিত। আমার সংখ্যাগুলোই এর জবাব দেয়। আমি একজন আদর্শ পেশাদার এবং সবসময় আমার চিন্তা-ভাবনা পরিষ্কার। আমি কি করতে পারি আর কি করি তা সবারই জানা। হ্যারি কেন সবশেষ ১০ ম্যাচে ১১ গোল করেছেন। রিয়ালের জন্য প্রধান চ্যালেঞ্জই তাই এই ইংলিশ ফরোয়ার্ড। আগের ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেন ও ডেলে আলির অনুপস্থিতিতে দলের মূল দায়িত্বই ছিল হ্যারি কেনের ওপর, যা তিনি শতভাগ পালন করেন। কেনের অসাধারণ পারফরমেন্সে অসাধারণ জয় পায় স্পার্সরা। এ্যাপোয়েলকে ৩-০ গোলে হারানোর ম্যাচে কেন হ্যাটটিক পূরণ করা গোলগুলো করেন ম্যাচের ৩৯, ৬২ ও ৬৭ মিনিটে। রিয়ালের বিরুদ্ধেও কেন জাদু দেখার অপেক্ষায় স্পার্স সমর্থকরা। অর্থাৎ বার্নাব্যুতে হতে যাচ্ছে রোনাল্ডো-কেনের শ্রেষ্ঠত্বের দ্বৈরথ।
×