ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইকার্ডির হ্যাটট্রিকে ‘মিলান ডার্বি’ জয় ইন্টারের

প্রকাশিত: ০৫:২২, ১৭ অক্টোবর ২০১৭

ইকার্ডির হ্যাটট্রিকে ‘মিলান ডার্বি’ জয় ইন্টারের

স্পোর্টস রিপোর্টার ॥ সমালোচনার জবাব কি দুর্দান্ত ভঙ্গিতেই দিলেন মাওরো ইকার্ডি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জাতীয় দলে সেরা একাদশে খেলার সুযোগ খুব একটা হয় না। রবিবার রাতে ইতালিয়ান সিরি এ লীগে মিলান ডার্বিতে অসাধারণ হ্যাটট্রিক করে সেই অবহেলার দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন তিনি। সানসিরোতে অধিনায়ক ইকার্ডির হ্যাটট্রিকে ভর করে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ৯০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ইকার্ডি। এর আগে ২৮ ও ৬৩ মিনিটেও গোল করেন তিনি। অন্যদিকে স্প্যানিশ ফরোয়ার্ড সুসো ৩৬ মিনিটে ও গিয়াকোমো বোনাভেনচুরা ৮১ মিনিটে আত্মঘাতী গোল করে এসি মিলানকে লড়াইয়ে রাখেন। দারুণ এই জয়ে শীর্ষে থাকা নেপোলির সঙ্গে লড়াইটা আরও জমিয়ে তুললো ইন্টার মিলান। এশিয়ান মালিকানাধীন দুই ক্লাবের লড়াইটি মূলত হয়ে উঠেছিল ‘চাইনিজ’ ডার্বি, যাতে শেষ পর্যন্ত জয় হয় ইন্টারের। গত সপ্তাহে রোমার কাছে জুভেন্টাস ১-০ গোলে হেরে যাওয়ায় ইন্টার এখন এককভাবে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা নেপোলির থেকে তারা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। আগামী সপ্তাহে শীর্ষ এই দল একে অপরের মুখোমুখি হবে। বর্তমানে আটটি করে ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে নেপোলি। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। এদিকে লোরেনজে ইনসিগনের একমাত্র গোলে রোমাকে হারিয়ে নেপোলি আট ম্যাচে টানা অষ্টম জয় তুলে নিয়েছে। আরেক ম্যাচ সিরো ইমোবিলের দ্বিতীয়ার্ধের গোলে ল্যাজিওকে ২-১ গোলে পরাজিত করে দুই বছরের মধ্যে ঘরের মাঠে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। লীগে এ নিয়ে চতুর্থ পরাজয়ে টেবিলের দশম স্থানে নেমে গেছে এসি মিলান। এতে কোচ ভিনসেনজো মনটেলা বেশ চাপে পড়েছেন। উত্তেজনাকর মিলান ডার্বির প্রথমার্ধে প্রায় ২৫ মিনিট পর প্রথম সুযোগটি সৃষ্টি করেন ইন্টারের মিডফিল্ডার এন্টোনিও কানড্রেভা। কিন্তু তার শট ক্রসবারে লেগে ফেরত আসে। অন্যদিকে সুসো ও হোয়াও মিরান্টার হেড অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি।
×