ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অন্য দুই ম্যাচ ড্র

জাতীয় ক্রিকেট লীগে বড় জয় রাজশাহী-সিলেটের

প্রকাশিত: ০৫:২১, ১৭ অক্টোবর ২০১৭

জাতীয় ক্রিকেট লীগে বড় জয় রাজশাহী-সিলেটের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ইনিংস ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে তারা পেসার দেলোয়ার হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ও ১৩ রানে হারিয়ে দেয় চট্টগ্রাম বিভাগকে। একই স্তরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিসকে ১৯০ রানে হারিয়েছে সিলেট বিভাগ। প্রথম স্তরে, খুলনা ও বরিশাল এবং ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচ দুটি ড্র হয়েছে। ফলোঅনে পড়া চট্টগ্রাম তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছিল ৩ উইকেটে ১০৯ রান। চতুর্থ দিনে শুরু থেকেই রাজশাহীর পেসার দেলোয়ারের গতির ঝড় শুরু হয়ে যায়। আর এতেই ল-ভ- হয়ে যায় চট্টগ্রাম। আগের দিন ৩ ওভার বোলিং করে ২১ রান দেয়া এ পেসার ৬ ওভারের স্পেলে আর মাত্র ২ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। এই স্পেলে তার বোলিং বিশ্লেষণ ৬-৪-২-৬! ফলে আর মাত্র ২১ রান যোগ করতেই ১৩০ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস। তাসামুল হক সর্বোচ্চ ৩২ রান করেন। ২ উইকেট নেন ফরহাদ রেজা। ফলে ইনিংস ও ১৩ রানের জয় পায় রাজশাহী। দ্বিতীয় স্তরে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজশাহীর প্রথম স্তরে উঠে আসা প্রায় নিশ্চিত হয়ে গেছে এর মাধ্যমে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে চলতি আসরে প্রথম জয় পেয়েছে সিলেট। তারা ১৯০ রানে হারিয়ে দেয় ঢাকা মেট্রোকে। আগের দিন ৮ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নেমে সিলেট দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৬৩ রানে। সাহানুর রহমান ৫৮ ও আবু জায়েদ অপরাজিত ৫৩ রান করেন। নিহাদুজ্জামান ৪টি ও ইলিয়াস সানি ৩টি উইকেট নেন। ৩২৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এনামুল হক জুনিয়র ও সাহানুরের ঘূর্ণিতে দিশেহারা হয়ে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংস। ইলিয়াস ৪৬ বলে ৩৭ রানের সর্বোচ্চ অপরাজিত এবং সৈকত আলী ৩১ রানের ইনিংস খেলেন। এনামুল ৫টি ও সাহানুর ২টি উইকেট নেন। প্রথম স্তরের, দুই ম্যাচই ড্র হয়েছে। খুলনার বিরুদ্ধে ফলোঅনে পড়া বরিশাল দ্বিতীয় ইনিংসে আগের দিনের ১ উইকেটে ৮০ রান নিয়ে খেলতে নেমে ৫ উইকেটে ২৯৬ রান তোলার পর ড্র মেনে নেয় উভয় দল। ফজলে মাহমুদ ২৩৭ বলে ১২ চারে ১০৭ রান করেন। এছাড়া রাফসান আল মাহমুদ ৮৫ ও সোহাগ গাজী মাত্র ৬৩ বলে ৮ চার, ৩ ছক্কায় অপরাজিত ৬৮ রান করেন। অপর ম্যাচে, রংপুরের বিরুদ্ধে নিশ্চিত ফলোঅনের পথে থাকা ঢাকা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩২১ রানে। আগের দিন ৬ উইকেটে ২৯৫ রান নিয়ে তারা আর মাত্র ২৬ রান যোগ করে বাকি ৪ উইকেট হারায়। আব্দুর রহমান ৪টি, মাহমুদুল হাসান ৩টি ও সোহরাওয়ার্দী শুভ ২টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেমে একেবারেই শ্লথ ব্যাটিং করে ঢাকা ৪৯ ওভারে ১ উইকেটে তোলে ৮৫ রান। এরপর ম্যাচটি ড্র হয়ে যায়। আব্দুল মজিদ ৫২ রানে ব্যাট করছিলেন।
×