ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুলদীপকে নিয়ে সতর্ক কিউইরা

প্রকাশিত: ০৫:১৯, ১৭ অক্টোবর ২০১৭

কুলদীপকে নিয়ে সতর্ক কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেটে এখন আলোচনায় দুই তরুণ হারদিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। পেস বোলিং-অলরাউন্ডার পান্ডিয়া ঘরে-বাইরে সব ভার্সনেই উদ্ভাসিত নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন। আর চায়নাম্যান স্পিনার কুলদীপে দিশেহারা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে হেরেছে ৪-১ ব্যবধানে। অসিদের তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ড সেই ভারতে পা রেখে কুলদীপকে আটকানোর ছক কষছে। অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, আইপিএল খেলার অভিজ্ঞতা দিয়েই প্রতিভাবান এই ঘূর্ণিবোলারকে সামলাতে হবে। অতিথিরা চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই উইলোবাজ। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিনটি টি২০ খেলবে কিউইরা। রবিবার মুম্বাইয়ে প্রথম ওয়ানডে দিয়ে শুরু ময়দানি লড়াই। ২০১৯ বিশ্বকাপে দল গোছানোর প্রক্রিয়া হিসেবে সম্প্রতি সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবিন্দ্র জাদেজাকে বিশ্রামে রেখে রঙিন পোশাকের দুটি সিরিজ খেলে ভারত। সেখানে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে শক্তিধর অস্ট্রেলিাকেও উড়িয়ে দেয় তারা। দুটি সিরিজেই দুরন্ত পারফর্ম করেন তরুণ দুই স্পিনার কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহল। অক্ষর প্যাটেলও প্রতিভার স্বাক্ষর রাখেন। ভারতে পা রেখে কিউই অধিনায়ক উইলিয়ামসন বলেন,‘কুলদীপ-চাহল দু-জনেই খুব প্রতিভাবান বোলার। আইপিএলে খেলার অভিজ্ঞতা ওদের মানসিকতাকে আরও মজবুত করে তুলেছে। জানি সিরিজে ওরা আমাদের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে আমার ছেলেরাও সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য মুখিয়ে আছে।’ কুলদীপকে নিয়ে যে অতিথিদের বাড়তি ভাবনা হচ্ছে, নিউজিল্যান্ড অধিনায়কের বক্তব্যে সেটিও পরিষ্কার, ‘বর্তমানে বিশ্ব ক্রিকেটে খুব বেশি চায়নাম্যান বোলার নেই। তবে যে কজন আছে, তারা ভালই খেলছে। সাফল্য পাচ্ছে। কুলদীপের দক্ষতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।’ ব্ল্যাকক্যাপস কোচ মাইক হেসন আবার মনে করেন, আইপিএলের অভিজ্ঞতাই তার দলের ক্রিকেটারদের সাহায্য করবে কুলদীপকে সামলাতে। হেসন বলেন, ‘আইপিএলে আমাদের কয়েকজন ক্রিকেটার কুলদীপকে খেলেছে। এমনকি কুলদীপ যে টিমের খেলোয়াড়, সেই কলকাতা নাইট রাইডার্সেও নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিল। ফলে ওর সম্পর্কে খবরাখবর যা পাওয়ার তা আমরা পাচ্ছি। ওর সাম্প্রতিক সাফল্যের ভিডিও এ্যানালাইসিস হচ্ছে।’ হেসনের মতে, রিস্ট স্পিনারকে ব্যাটসম্যান কিভাবে সামলাবে, সেটা একেকজন একেকভাবে ঠিক করে। ‘কেউ ধরুন বোলারের হাত দেখে বোঝার চেষ্টা করে কেমন বল হবে। কেউ শূন্যে ডেলিভারিটা দেখে, কেউ পিচ পড়ার পরে। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, রিস্ট স্পিনারদের বিরুদ্ধে রানও করা যায়।’ ভারত সফরে এতদিন অশ্বিন-জাদেজায় খাবি খেয়েছে কিউইরা। আগের সফরে ভুগিয়েছেন অমিত মিশ্র। এবার তাদের কেউই নেই। এ নিয়ে প্রতিপক্ষ অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘ভারতীয় দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। ভারতীয়রা টানা খেলেও চলেছে। ফলে এটা খুব স্বাভাবিক যে, কোন কোন সময় ওদের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হবে।’ এ নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশেও এ রকম হয়। যখন টানা খেলতে হয়, আমরাও ক্রিকেটারদের বিশ্রাম দেই। এত এত আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া ছাড়া কোন রাস্তা নেই। তবে আমরা এটা জানি, ভারত যে দলই নামাক না কেন, সেটা শক্তিশালীই হবে।’ এ বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ২২ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার কুলদীপ দুই টেস্টে ৯, এগারো ওয়ানডেতে ১৮ ও তিন টি২০তে নিয়েছেন ৫ উইকেট।
×