ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৫:১৪, ১৭ অক্টোবর ২০১৭

শাহজালালে দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন হয়ে গ্রীন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা দুবাই ফেরত এ যাত্রীকে আটক করেন। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আটককৃত যাত্রীর নাম মোজাফফর হোসেন রিপন (৪১)। গাজীপুরের কালিগঞ্জের বাসিন্দা রিপন পেশায় ব্যবসায়ী। তিনি গত ১০ মাসে ১৫ বার বিদেশ ভ্রমণ করেছেন। তাকে সোমবার সকালে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। মোজাফফর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত সাড়ে এগারোটার দিকে দুবাই থেকে বাংলাদেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরার জন্য আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা। গ্রীন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয় তাকে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস হলে নিয়ে যাওয়া হয় মোজাফফরকে। সেখানে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে স্কচটেপে পেঁচানো অবস্থায় করে ১১৬ গ্রাম করে ১২টি সোনার বার ও ১০৫ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ১ দশমিক ৪৯৭ কেজি ওজনের স্বর্ণ পাওয়া যায়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৭৪ লাখ ২৫ হাজার টাকা।
×