ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাড়ে ৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে মার্সিডিজ বেঞ্জ

প্রকাশিত: ০৪:৪৮, ১৭ অক্টোবর ২০১৭

সাড়ে ৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে মার্সিডিজ বেঞ্জ

এয়ারব্যাগে ত্রুটির কারণে চীনের বাজার থেকে ৩ লাখ ৫১ হাজার গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জ এবং এর দুইটি চীনা সহযোগী প্রতিষ্ঠান। জার্মানিভিত্তিক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। জেনারেল এ্যাডমিনিস্ট্রেশন অব কোয়ালিটি সুপারভিশন, ইনসপেকশন এ্যান্ড কোয়ারেনটাইন জানায়, ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চীনে উৎপাদিত এবং আমদানি করা গাড়ি প্রত্যাহারের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে এসএলকে ও জিএলকে ক্লাস মডেলের গাড়ি রয়েছে। সেগুলোতে সংযুক্ত জাপানে নির্মিত এয়ারব্যাগ যে কোন সময় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। এর আগে একই ধরনের ত্রুটির কারণে গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস এবং জাপানের হোন্ডা। -অর্থনৈতিক রিপোর্টার তৃতীয় প্রান্তিকে সিঙ্গারের আয় ৪২ শতাংশ বৃদ্ধি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ঈদ-উল-আযহায় রেকর্ড পরিমাণ বিক্রয় করেছে এবং ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত ফলাফল ঘোষণা করছে। ঘোষিত ফলাফলের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে তৃতীয় প্রান্তিকে বিক্রয় হয়েছে ৪.১ বিলিয়ন টাকা এবং বিক্রয় বৃদ্ধির হার শতাংশ। অতিবৃষ্টি ও বন্যার ফলে কোম্পানির নিজস্ব বিক্রয়কেন্দ্র ও ডিলার বিপর্যস্ত হওয়া সত্ত্বেও এই ফলাফল অর্জিত হয়েছে। এমনকি ৫০টি অধিক বিক্রয়কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত নয় মাসে বিক্রয় বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩২ শতাংশ; সেইসঙ্গে গ্রস মার্জিন বিগত বছরের ২৭.৯ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে ২৮.৯ শতাংশ এ উন্নীত হয়েছে। সিঙ্গার যথারীতি পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে কাজ করছে এবং তৃতীয় প্রান্তিকে পরিচালন ব্যয় বিগত বছরের ১৬.৫ শতাংশ হতে হ্রাস পেয়ে ১৫.৮ শতাংশ হয়েছে। কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৫৯ মিলিয়ন টাকা এবং বৃদ্ধির হার ৪২ শতাংশ এবং সমহারে শেয়ারপ্রতি আয়ও বৃদ্ধি পেয়েছে। -বিজ্ঞপ্তি
×