ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে তিন মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে তিন মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে উর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ব্যাংক, আর্থিক খাতসহ বেশিরভাগ কোম্পানির দিনটিতে দর বাড়ে। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এদিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকা। বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ার বিক্রির আদেশ কমে আসায় লেনদেন কিছুটা কমেছে। এটি বাজারের জন্য ইতিবাচক। কারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির তাড়াহুড়োর কারণেই সূচকের বড় ধরনের পতন ঘটে থাকে। কিন্তু তাদের ধীরে চলো নীতির কারণে কিছুটা স্থিতি অবস্থা ফিরেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবারে সকালে সূচকের উত্থান-পতন থাকলেও প্রায় পৌনে এক ঘণ্টা পর শেয়ারের ক্রয়াদেশ বাড়তে থাকে। ফলে সূচকের ইতিবাচক প্রবণতাও ফিরে আসে। তবে শেষ বিকেলে সূচকের এই উত্থানের মাত্রা কিছুটা হ্রাস পায়। এরই ধারাবাহিকতায় টানা তিন কার্যদিবস পতনের পর উত্থানে ফিরেছে বাজার। সোমবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০২ কোটি টাকা। সকালে সূচকের ওঠানামা দিয়ে শুরুর পর দিনশেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ১৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪, কমেছে ১৩৫ আর অপরিবর্তিত রয়েছে ৪১ কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৫০২ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আমরা নেটওয়ার্ক, ইফাদ অটো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, রহিম টেক্সটাইল, আইসিবি এএম সিএল ২য় মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এ্যান্ড লিজিং, পেনিনসুলা চট্টগ্রাম, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো মিথুন নিটিং, ফাইন ফুড, প্রাইম আইসিবি ২য় মিউচুয়াল ফান্ড, স্টাইল ক্রাফট, প্রাইম লাইফ, মডার্ন ডাইং, মুন্নু সিরামিক, তাকাফুল ইন্স্যুরেন্স ও আইটিসি। এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির। যা টাকায় লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ইউসিবি, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, আমরা নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক।
×