ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএম কলেজের ছাত্রীকে জখম করার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৩৬, ১৬ অক্টোবর ২০১৭

বিএম কলেজের ছাত্রীকে  জখম করার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথমবর্ষের ছাত্রী শান্তা আক্তারকে বখাটে কর্তৃক ক্ষুরাঘাত করে গুরুতর আহত করার প্রতিবাদে সোমবার বেলা বারোটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। বিএম কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হামলাকারী বখাটে আলাল সরদারকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে উজিরপুরের ধামুড়া স্কুল সংলগ্ন এলাকায় বসে গত শনিবার রাত আটটার দিকে কাংশি গ্রামের বখাটে আলাল সরদার কলেজ ছাত্রী শান্তা আক্তারকে ক্ষুরাঘাত করে গুরুতর জখম করে। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শান্তার মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ বখাটে আলালের দুই বন্ধুকে গ্রেফতার করেছে।
×