ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৫১, ১৬ অক্টোবর ২০১৭

কালকিনিতে কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে সিদ্দিক উকিল নামের এক কৃষক হত্যা মামলার প্রধান দুই পলাতক আসামী মিজান উকিল ও তার স্ত্রী আসমা বেগমেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এতে করে স্বস্তি ফিরে আসে নিহতের পরিবারের মাঝে। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের সিদ্দিক উকিল চলতি বছরের ২মে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ৬জুন মুলাদী উপজেলার চরপাকড়া গ্রামের একটি পরিত্যক্তস্থান থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় সিদ্দিকের লাশ উদ্ধার করেন কালকিনি থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ৪জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই মোঃ জসিমউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদারীপুর সদরের একটি স্থান থেকে পলাতক অবস্থায় মিজান উকিলকে এবং তার স্ত্রী আসমা বেগমেকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদী নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাদের গ্রেপ্তারে আমরা একটু স্বস্তিতে আছি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, হত্যা মামলায় তাদের দুইজনকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
×