ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে খালে পড়ে তিন বছরের শিশু নিখোঁজ

প্রকাশিত: ০৮:১৯, ১৬ অক্টোবর ২০১৭

রাজধানীতে খালে পড়ে তিন বছরের শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদার মদিনাবাগে খালে পড়ে হৃদয় (৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার বিকেল পৌনে পাঁচটার দিকে বাঁশের ওপর দিয়ে খাল পার হতে গিয়ে শিশুটি পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। রাত সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার করতে পারেনি। তারা কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জনকণ্ঠকে জানান, ডুবুরিরা সেখানে কাজ করছে। এখনও সন্ধান পাওয়া যায়নি। খালে প্রচুর ময়লা থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। মাণ্ডার এ খালে আশপাশের বাসাবাড়ির ব্যবহার করা নোংরা পানি নেমে আসে। স্থানীয় লোকজন জানায়, খাল হলেও এটি স্যুয়ারেজ লাইনের মতো। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শিশুটি বাঁশের ওপর দিয়ে খাল পার হতে গিয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে।
×