ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত বাবার হাতে ছেলে খুন

প্রকাশিত: ০৮:০১, ১৬ অক্টোবর ২০১৭

মাদকাসক্ত বাবার হাতে ছেলে খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইল কাজীরগাঁও এলাকায় মাদকাসক্ত বাবার হাতে শাহীন (৪) নামে এক শিশু খুন হয়েছে। এদিকে মিরপুরে গলায় ফাঁস দিয়ে রোকসানা আক্তার পান্না (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার বিকেল পাঁচটার দিকে কাজীরগাঁও আব্দুল সামাদ রোডের ১১৫২ নম্বর বাসায় শাহীন খুন হয়। এনামুল হকের সাত ছেলে-মেয়ের মধ্যে শাহীন ছোট। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। শাহীনের মা আসমা বেগম জানান, তার স্বামী এনামুল হক মানসিক রোগী। তিনি মাদকাসক্ত হয়ে ছেলে-মেয়েদের প্রায়ই নির্যাতন করতেন। সন্ধ্যায় ছোট ছেলে শাহীনকে ঘরে একা পেয়ে এনামুল তাকে ধারালো বস্তু দিয়ে আঘাত করেন। এতে শাহীন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গৃহবধূর আত্মহত্যা মিরপুর এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে রোকসানা আক্তার পান্না (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে পান্নাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী মাহাবুবুর রহমান ফ্রান্স প্রবাসী। আত্মহত্যার কারণ জানাতে পারেনি তার স্বজনরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
×