ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানা পরিদর্শনে এ্যাকর্ডের কার্যক্রম স্থগিত হাইকোর্টের

প্রকাশিত: ০৭:৫৫, ১৬ অক্টোবর ২০১৭

পোশাক কারখানা পরিদর্শনে এ্যাকর্ডের কার্যক্রম স্থগিত হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ পোশাক কারখানা পরিদর্শনে ইউরোপীয় ক্রেতাদের জোট এ্যাকর্ড অন ফায়ার এ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের কার্যক্রম অনুমতি ছাড়া আরও তিন বছর বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। অন্যদিকে ২০১৩ সালের প্রণীত শিশু বিষয়ক আইনের অস্পষ্টতা নিয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় সমাজকল্যাণ সচিবকে তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা দিতে সচিবকে আগামী ২৯ অক্টোবর সশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। পোশাক কারখানা পরিদর্শনে ইউরোপীয় ক্রেতাদের জোট এ্যাকর্ড অন ফায়ার এ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের কার্যক্রম অনুমতি ছাড়া আরও তিন বছর বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
×