ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রজারিয়ায় আক্রান্ত ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

প্রকাশিত: ০৬:৩৯, ১৬ অক্টোবর ২০১৭

প্রজারিয়ায় আক্রান্ত ছাত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে প্রজারিয়া রোগে আক্রান্ত স্কুলছাত্র আব্দুন নূরের চিকিৎসার দািয়ত্ব নিয়েছে সরকার। ইতোমধ্যে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় জানান, শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সে মেডিসিন বিভাগের ৩৩ নম্বর ক্যাবিনে রয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ একে মাহবুবুল হক জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর নূরের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আব্দুন নূর অস্বাভাবিক আকৃতির এক শিক্ষার্থী। এই শিক্ষার্থীর শরীরের চামড়া শুষ্ক ও ঝুলে পড়ছে, মাথা বড়, চুল ও চোখের উপরে ভ্র নেই। মুখটাও ছোট, হাত ও আঙ্গুলের হাড়গুলো স্পষ্ট ভেসে ওঠেছে, চলাফেরায় ধীরগতি। চেহারা দেখতে ৩০/৪০ বছরের বয়স্ক মানুষের মতো লাগে। ছেলেটি কজাপুর গ্রামের প্রবাসী আব্দুল বাসিতের পুত্র। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আব্দুল্লাহ আল মেহেদী বলেন, এ রোগটি প্রজেরিয়া নামের জিনঘটিত একটি বিরল রোগ। এ রোগে আক্রান্ত অল্প বয়সের শিশুগুলোকে দেখতে বয়স্ক মনে হয়। আমাদের দেশে এ ধরনের কোন রোগীর সন্ধান ইতোপূর্বে মেলেনি। জকিগঞ্জেই প্রথম এই ধরনের রোগের সন্ধান পাওয়া গেছে।
×