ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত ॥ আহত ২৫

প্রকাশিত: ০৬:৩৮, ১৬ অক্টোবর ২০১৭

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত ॥ আহত ২৫

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ভটভটির সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ জন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, রবিবার দুপুর ১টায় বগুড়া থেকে দিনাজপুরগামী পুনর্ভবা উইলি মেইল বাস যাত্রী নিয়ে যাচ্ছিল। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে বাসটির বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও একটি দোকান ঘরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের যাত্রী ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মজিবর রহমানের পুত্র নুরুল ইসলাম (৪০) এবং নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মোতালেব হোসেনের কন্যা মিথিলা পারভীন (১৩) ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পর বাস থেকে প্রায় ২৫ আহত যাত্রীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি আহত ১৫ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। কিশোরগঞ্জে শিক্ষক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার হোসেনপুরে ইঞ্জিনচালিত টমটমের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়ার বড় ভাই। উপজেলার পুমদী নান্দানিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ১নং সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাউফলে ছাত্রী নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, কালাইয়া-দশমিনা মহাসড়কের পঞ্চায়েত বাড়ি এলাকায় ঈশিতা বাড়ৈ (৯) নামের এক স্কুল ছাত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঈশিতা ওই সময় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী এলাকায় মারা যান। ঈশিতা কালাইয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ও আয়নাবাজ কালাইয়া গ্রামের পঙ্কজ বাড়ৈর মেয়ে। ডোমারে গৃহবধূ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অটো-বাইকের ধাক্কায় স্বপ্না বেগম (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। রবিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি-পাঙ্গাচৌপথী সড়কের চল্লিশপীর মাজার সংলগ্ন স্থানে একটি অটো-বাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্বপ্না বেগম উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের উত্তরমটকপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
×