ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে বোমা বিস্ফোরণ মামলায় জঙ্গীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ অক্টোবর ২০১৭

মৌলভীবাজারে বোমা বিস্ফোরণ মামলায় জঙ্গীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ১৫ অক্টোবর ॥ বোমা বিস্ফোরণ মামলায় কামাল উদ্দিন (৪৩) নামের এক জঙ্গীকে রবিবার দুপুরে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম। উল্লেখ্য, বিগত ২০০৫ সালে মৌলভীবাজার পৌর শহরের কুসুমবাগ মধুবন হোটেলের সামনে বোমা বিস্ফেরণ মামলায় (মামলা নং ৩৫/২০০৬) চারজনকে আসামি করা হয়। মামলায় কামালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকান্ড স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় একটি মশার কয়েল কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মালিক পক্ষ ৪ লাখ টাকা ক্ষতি দাবি করেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে, আগুনে ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টায় বজলুর রহমানের হক এন্ড সন্স নামের মশার কয়েল কারখানায়। জানা গেছে, মিজমিজি ধনুহাজী রোড এলাকায় হক এন্ড সন্স নামের মশার কয়েল কারখানায় রবিবার সকাল ৬টায় আকস্মিকভাবে গ্যাসের চুলা থেকে অগ্নিকা- শুরু হয়। আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×