ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দাইলে বাল্যবিয়ে ঠেকাল সাত ঘাসফড়িং

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ অক্টোবর ২০১৭

নান্দাইলে বাল্যবিয়ে ঠেকাল সাত ঘাসফড়িং

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৫ অক্টোবর ॥ নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের রুমা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে এবার মহিলা বিষয়ক কর্মকর্তার সাহায্যে বন্ধ করে দিয়েছে ’ঘাসফড়িং’ দলের সদস্যরা। খোরশেদ আলমের মেয়ে রুমা আক্তার স্থানীয় খালবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। চন্ডীপাশা ইউনিয়নের বাশহাটি গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল। রবিবার খবর পেয়ে ওই ছাত্রীকে রক্ষা করে ঘাসফড়িংয়ের দল। এই ঘাসফড়িং আর কেউ নয়, উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাত ছাত্রী স্নেহা বর্মণ, সানজিদা ইসলাম ছোয়া, লিজুয়ানা তাবাসসুম, জীবননেসা খানম শ্যামা, জান্নাতুল ইসলাম প্রান্তি যারা ঘাসফড়িং নামে পরিচিত। ঘাসফড়িংয়ের এই দলটি নান্দাইলে প্রায় ১৬টি বাল্যবিয়ে বন্ধ করে আলোড়ন সৃষ্টি করেছে। ইউআইটিএসে নবীনবরণ তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শরৎকালীন নবীনবরণ শনিবার বারিধারার ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য এবং পিএইচপি পরিবারের অর্থ-হিসাব ও প্রশাসন-এর পরিচালক আলহাজ মোহাম্মদ আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। -বিজ্ঞপ্তি
×