ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ০৬:৩২, ১৬ অক্টোবর ২০১৭

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা, র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে সদর হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। হাসপাতালের হল রুমে সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র ম-লের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, জেলা ক্যাবের সভাপতি বাবুল সরদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল আলম, আরএমও মোর্শারফ হোসেন, বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ম্যানেজার রফিকুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মারুফ পারভেজ, রিনা খানম প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার তিস্তা নদীর চর বাইশপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ডিমলা থানা পুলিশ। রবিবার দুপুর ১২টায় কমিউনিটি পুলিশের জঙ্গী ও মাদকবিরোধী মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ জাকির হোসেন খান। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহরাব হোসেন, ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ প্রমুখ।
×