ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাওলানা ভাসানী ভার্সিটিতে কর্মশালা ॥ বাংলাদেশ ভার্সিটিতে পরিচিতি সভা

প্রকাশিত: ০৬:৩১, ১৬ অক্টোবর ২০১৭

মাওলানা ভাসানী ভার্সিটিতে কর্মশালা ॥ বাংলাদেশ ভার্সিটিতে পরিচিতি সভা

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) সহযোগিতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘ইন্টারন্যাশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের’ (আইকিউএসি) উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিশ^বিদ্যালয়ের আইকিউএসি, মাভাবিপ্রবি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক কিউএ বিশেষজ্ঞ ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম আবুল কাশেম এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কিউএইউ’র প্রধান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। -বিজ্ঞপ্তি বাংলাদেশ ভার্সিটিতে পরিচিতি সভা শনিবার ইউনিভার্সিটি মিলনায়তনে নবাগত ছাত্রছাত্রীদের এক পরিচিতি সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ কামরুল হাসানসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, আর্টস, সোশ্যাল সায়েন্স এ্যান্ড ল অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন প্রমুখ। সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ বলেন, এদেশের ছাত্রছাত্রীদের উচ্চতর ডিগ্রী নেয়ার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন আছে। -বিজ্ঞপ্তি
×