ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১

প্রকাশিত: ০৬:২৯, ১৬ অক্টোবর ২০১৭

বরিশালে যুবলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিটু হাওলাদারকে (৩৫) শনিবার রাতে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। অপরদিকে যুবলীগ নেতার হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বামরাইল ইউনিয়ন যুবলীগের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাওন বালী। উজিরপুর মডেল থানার এসআই তৌহিদুজ্জামান বলেন, ঘটনারদিন রাতেই পুলিশ জসিম হাওলাদার নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অপরদিকে নিহতর ভাই বাচ্চু হাওলাদার বাদী হয়ে ওইদিন রাতে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রবিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। উল্লেখ্য, মুগাকাঠী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের পুত্র যুবলীগ নেতা টিটু হাওলাদার গড়িয়া নতুনহাট বাজারের তার ইলেক্ট্রনিক্সের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সাড়ে আটটার দিকে উজিরপুর-ধামুরা সড়কের চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় ওঁপেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে (টিটু) হত্যা করে। ট্রলারের সিঁড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে বালুবাহী ট্রলারের সিঁড়ির আঘাতে শের আলী পাটোয়ারী (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার রাতে রামপাল উপজেলার ভেকটমারী এলাকার মইদাড়া খালের গোড়ায় এ ঘটনা ঘটে। নিহত শের আলী হোগলডাঙ্গা গ্রামের সৈয়দ পাটোয়ারীর ছেলে। থানার ওসি লুৎফর রহমান জানায়, সন্ধ্যার দিকে মইদাড়া খালে বালুবাহী ট্রলার থেকে বালু নামানোর জন্য শের আলী সিঁড়ি লাগাচ্ছিলেন। এ সময় ওই সিঁড়িটি ছুটে এসে তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
×