ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারী ও ভোলায় পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৭, ১৬ অক্টোবর ২০১৭

নীলফামারী ও ভোলায় পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিশু শ্রেণীর দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা বাবুপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলো সেখানকার গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি (৪) ও ব্রজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রানী (৫)। তারা দুইজনই দক্ষিণ দেশিবাই দুই নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্তির মা অনিকা রানী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।প্রতিদিন মায়ের সঙ্গে গেলেও ঘটনার দিন দু’জন মিলে স্কুলে যাওয়ার পথে একটি বটগাছের নিচে জামা কাপড় খুলে পুকুরে গোসল করতে নামলে নিখোঁজ হয়। এরপর তাদের দেহ ভেসে উঠলে তাৎক্ষণিকভাবে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো খাদিজা বেগম (২) ও নাসরিন (দেড় বছর)। রবিবার ভোলা সদর উপজেলার শিবপুর ও উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা শিবপুর ইউনিয়নের লিটনের কন্যা ও নাসরিন উত্তর দিঘলদী ইউনিয়নের ইউনুসের মেয়ে। জানা যায়, রবিবার দুপুরে শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে শিশু খাদিজার মা পুকুরে ধোয়ামোছার কাজ করতে যান। তার মা কাজ শেষ করে অন্যত্র চলে যান। কিন্তু ওই শিশু খেলা করতে করতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে হঠাৎ স্বজনরা পানিতে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রবিবার সকালে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামের ইউনুসের কন্যা নাসরিন নিজ বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×