ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে হারাল সাইফ

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ অক্টোবর ২০১৭

বিপিএল ফুটবলে রহমতগঞ্জকে হারাল সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম লেগের মিশন শেষ করেছে নবাগত সাইফ স্পোর্টিং। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একাদশ রাউন্ডের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জুয়েল রানা। ঘাম ঝরানো এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থান ধরে রেখেছে সাইফ স্পোর্টিং। ১১ ম্যাচে তাদের ভা-ারে জমা ২২ পয়েন্ট। মাত্র ১১ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে রহমতগঞ্জ। ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চট্টগ্রাম আবাহনী। ২৪ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে দুই ও তিনে যথাক্রমে শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচের শুরুটা হয় ম্যাড়ম্যাড়ে। দু’দলই প্রথমে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করে। এরপর ধীরে ধীরে আক্রমণে উঠতে থাকে দু’দলই। দশ মিনিট অতিবাহিত হওয়ার পরই ম্যাচ জমে ওঠে আক্রমণ পাল্টা আক্রমণে। ম্যাচের ১৯ মিনিটে কাক্সিক্ষত গোল পেয়ে যায় সাইফ স্পোর্টিং। সংঘবদ্ধ আক্রমণ থেকে হেক্টর ভ্যালেন্সিয়ার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জুয়েল রানা (১-০)। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে রহমতগঞ্জ। এভাবেই শেষ হয় প্রথমার্দের খেলা। বিরতির পর দু’দলই একাধিক সহজ সুযোগ নষ্ট করে। যে কারণে আর কোন গোল হয়নি। তাই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ। শেখ রাসেলের জয় স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল। বিজয়ী দলের হয়ে গোল করেন ডিফেন্ডার ফজলে রাব্বি ও বদলি স্ট্রাইকার মোহাম্মদ জুলফিকার। আধিপত্য বিস্তার করে খেলা রাসেল ম্যাচের ৩৯ মিনিটে রাব্বির গোলে এগিয়ে যায়। বিরতির পর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন জুলফিকার। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে বিদেশী ইকাঙ্গা আরামবাগের হয়ে সান্ত¡নার এক গোল পরিশোধ করেন।
×