ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসজির নাটকীয় জয়

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ অক্টোবর ২০১৭

পিএসজির নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আক্রমণভাগের সেরা তারকা এডিনসন কাভানি ছিলেন না। ইনজুরির কারণে খেলতে পারেননি রক্ষণসৈনিক থিয়াগো সিলভাও। যে কারণেই দিজোনের বিপক্ষে ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইর ভরসা ছিলেন দলের প্রতিভাবান দুই তারকা নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে। কিন্তু গোল পাননি নেইমার। প্রতিপক্ষের জাল খুঁজে পাননি এমবাপ্পেও। তবে জয় পেতে মোটেও সমস্যা হয়নি ফরাসী ক্লাবটির। ফ্রেঞ্চ লীগ ওয়ানে শনিবার থমাস মুনিয়ের জোড়া গোলে পিএসিজ ২-১ ব্যবধানে পরাজিত করে দিজোনকে। তবে গোলের জন্য অনেক কষ্ট করতে হয়েছে নেইমারদের। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত দিজোন আটকে রেখেছিল উনাই এমেরির শিষ্যদের। তবে এরপর আর পারেনি প্রতিরোধের দেয়াল সাজিয়ে রাখতে। থমাস মুনিয়ের গোলে ম্যাচের ৭০ মিনিটে প্রথম লিড পায় পিএসজি। কিন্তু ৮৭ মিনিটে গোল পরিশোধ করে খেলা জমিয়ে দেয় দিজোন। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও ত্রাণকর্তা হয়ে আসেন থমাস মুনিয়ের। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি জয়সূচক গোলটিও করেন তিনি। গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছে ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। এই তালিকায় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জায়গা করে নিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারও। রয়েছেন তার ক্লাব সতীর্থ এডিনসন কাভানিও। তবে পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার কাভানির মতে মেসি-রোনাল্ডোকে টপকে এবার ব্যালন ডি’অর জিতবেন নেইমার। সাম্প্রতিক সময়ে লিওর বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে নেইমারের সঙ্গে পেনাল্টি নিয়ে দ্বন্দ্বে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। অনেক নাটকীয়তার পর মিটেছে সেই দ্বন্দ্ব। নেইমারের প্রতি কাভানির মন্তব্যই বলে দেয় দু’জনই সামলে উঠেছেন সেই পরিস্থিতি। এ বিষয়ে এক সাক্ষাতকারে বলেন, ‘আমি ত্রেসিংরুমে নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার ভাবনা ওকে জানিয়েছি। আমরা একে অন্যকে কি বলেছি সেটা জানাতে পারছি না বলে দুঃখিত। আমি নেইমারের হাতে ব্যালন ডি’অর দেখতে চাই। এটা পেতে চাইলে ওকে অনেক গোল করতে হবে। যা আমাদের দলের জন্য সুফল বয়ে আনবে।’ ২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে চালু ছিল। তবে ২০১৬ সাল থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদাভাবে পুরস্কার দেয়া শুরু করে। বর্তমানে ফ্রান্স ফুটবল পত্রিকাটিই ব্যালন ডি’ অর পুরস্কার দেয়। অন্যদিকে ফিফা স্বীকৃত বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নাম বদলে এখন হয়েছে ‘ফিফা বেস্ট ম্যানস এ্যাওয়ার্ড।’
×