ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেরেও সুপার ফোরে পাকিস্তান ভারত ৩-১ পাকিস্তান

পাকিস্তানকে হারিয়ে গ্রুপ সেরা ভারত

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ অক্টোবর ২০১৭

পাকিস্তানকে হারিয়ে গ্রুপ সেরা ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দুই দেশের মধ্যে মাঠের লড়াইয়ের ঝাঁজ এবং ইতিহাস অনেক পুরনো। কিন্তু পৃথিবীর যে কোন প্রান্তেই এই দেশ দু’টির দ্বৈরথ-কাহিনী সবসময়ই যেন তরতাজা-নতুন। এমনই আরেকটি মহারণ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপ হকির দশম আসরে। যাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারত। এই জয়ে ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাাম্পিয়ন হলো ভারত। সুপার ফোরে যাওয়া নিশ্চিত করেছিল আগেই। ৩ ম্যাচের প্রতিটিতেই জিতে সর্বাধিক ৯ পয়েন্ট নিয়ে তারা হয়েছে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পাকিস্তানের প্রথম হার। ১ জয়, ১ হার ও ১ ড্রতে ৪ পয়েন্ট তাদের। তবে ভারতের কাছে হারলেও পাকিস্তানের খুব একটা ক্ষতি হয়নি। কেননা গ্রুপ রানার্সআপ হয়ে তারাও কপালগুণে নাম লিখিয়েছে সুপার ফোরে। তাদের সমান পয়েন্ট জাপানেরও। কিন্তু গোল তফাতে জাপানের চেয়ে (-২) এগিয়ে থাকায় পাকিস্তানই (+৫) সুপার ফোরে। ফলে রবিবার বাংলাদেশকে হারিয়েও কপাল পুড়লো জাপানের, আর ভারতের কাছে হেরেও বেঁচে গেল পাকিস্তান। রবিবার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারানোর পর এবং এরপর ভারত-পাকিস্তানের ম্যাচ শুরু হওয়ার আগে জাপানের জন্য সমীকরণটা ছিল এমনÑ পাকিস্তান যদি ভারতের কাছে কমপক্ষে ১০ গোলের ব্যবধানে হারে তবেই গোলগড়ে পাকিস্তানকে টপকে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে যেতে পারবে জাপান। ম্যাচে পাকিস্তান হেরেছে ঠিকই কিন্তু মাত্র দুই গোলের ব্যবধানে। যা জাপান দলের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট ছিল না। ১৯৭৮ থেকে ২০১৭Ñ ৩৯ বছরে হকি মাঠে পাক-ভারত মুখোমুখি হয়েছে ১৭০ বার; ৮২ বার জিতেছে পাকিস্তান, ৫৮ বার জিতেছে ভারত, ড্র ৩০ ম্যাচে। এশিয়া কাপেও এগিয়ে পাকিস্তান। আট ম্যাচের ছয়টিতে জয়ী, হার দুটি। ঢাকায় অবশ্য এগিয়ে ভারত। চার ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচে, পাকিস্তানের জয় একটিতে, অপর ম্যাচটি ড্র। বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে ভারত ষষ্ঠ, পাকিস্তান চতুর্দশ স্থানে। তবে এশিয়া কাপ হকিতে শিরোপা জেতার ক্ষেত্রে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে তিনবার। ভারত দু’বার। ট্রফি জেতায় এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ের হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে ভারতই। গত জুনে লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লীগের সেমিফাইনাল রাউন্ডে দু’বারই ভারতের কাছে বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। পুল ‘বি’র ম্যাচে ১৮ জুন ভারত জিতেছিল ৭-১ গোলে। ২৪ জুন স্থান নির্ধারণী লড়াইয়েও পাকিস্তানকে ৬-১ গোলে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ১৭ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। চিংলেনসানার দুর্দান্ত গতির হিটে পরাভূত হন পাকিস্তানের গোলরক্ষক মাঝহার আব্বাস (১-০)। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। রমনদীপ সিং বল কানেক্ট করে গোল করেন (২-০)। পরের মিনিটেই পিসি পায় ভারত। হারমান প্রীতের ড্রাগ এ্যান্ড পুশে পরাভূত হন পাক গোলকিপার (৩-০)। ৪৮ মিনিটে ব্যবধান কমায় পাকিস্তান। সাহান আলী রিভার্স হিটে গোল করেন (১-৩)। শেষ পর্যন্ত ওই স্কোরেই খেলা শেষ হলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ নিয়ে ভারত এবং হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে নাম লেখানোর মিশ্র অনুভূতি নিয়ে টার্ফ ছাড়ে পাকিস্তান দল।
×