ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাদালকে হারিয়ে ফেদেরারের সাংহাই জয়

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ অক্টোবর ২০১৭

নাদালকে হারিয়ে ফেদেরারের সাংহাই জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বাজিমাত করলেন রজার ফেদেরার। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। শিরোপা জয়ের লড়াইয়ে রবিবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন রাফায়েল নাদালকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ৯৪তম শিরোপা নিজের শোকেসে তুললেন রজার ফেদেরার। এই জয়ের ফলে নাদালের বিপক্ষে ১৫ বার জয় পেলেন সুইস তারকা। আর চলতি মৌসুমে রাফাকে চারবার টক্কর দিয়েছেন ফেড এক্সপ্রেস। সবকটিতেই জয়ের মুখ দেখেছেন রজার ফেদেরার। গত দেড় দশক ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম নাদাল আর ফেদেরার। কিন্তু মাঝে হঠাৎ করেই যেন হারিয়ে যান তারা। চোট আর ফর্মহীনতার সঙ্গে লড়াই করতে করতে দু’জনেই ব্যর্থ হচ্ছিলেন বারবার। তবে চলতি মৌসুমেই যেন স্বরূপে ফেরেন টেনিসের এই দুই উজ্জ্বল নক্ষত্র। এ বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেই মুখোমুখি হন তারা। তবে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ফেদেরার। তারপর মিয়ামি ওপেনের ফাইনালেও রজারের কাছে পেরে ওঠেননি রাফা। তারপর ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালেও রাফাকে হারান রজার ফেদেরার। এবার সাংহাই মাস্টার্সেও একই চিত্রনাট্য। তবে ফেদেরারের কাছে হারলেও চলতি মৌসুমে নাদালও কম যাননি। চার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের দুটি জেতেন ফেদেরার আর বাকি দুটি নিজের শোকেসে তুলেন নাদাল। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নেন স্প্যানিশ এই টেনিস তারকা। তবে সাংহাই মাস্টার্সে হারায় অনেকেই ধারণা করছেন ফেদেরারই পারেন বছর শেষে নাদালকে বিশ্বের এক নম্বরের সিংহাসনচ্যুত করতে।
×