ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিস, জয়সুরিয়া, আফ্রিদি, রাজ্জাকদের পেছনে ফেলে সবচেয়ে কম ম্যাচে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকার

রেকর্ডে সবার উপরে সাকিব

প্রকাশিত: ০৫:৫১, ১৬ অক্টোবর ২০১৭

রেকর্ডে সবার উপরে সাকিব

মিথুন আশরাফ ॥ ওয়ানডে ক্যারিয়ারে ১৭৮ ম্যাচের মধ্যে দ্বিতীয়বারের মতো তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে যখন ১৭ রান করেন তখনই সবচেয়ে কম ম্যাচে (১৭৮) ৫০০০ হাজার রান ও ২০০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়ে ফেলেন সাকিব। রেকর্ড গড়ে ফেলেন। যে রেকর্ডে এখন সাকিবই সবার ওপরে। সাকিব শেষ পর্যন্ত ২৯ রান করেন। তাতে করে ৫০১২ রান হয়। প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগেই ২২৪ উইকেট তার ব্যক্তিগত রেকর্ডের খাতায় জমা ছিল। আর জমা ছিল ৪৯৮৩ রান। দরকার ছিল ১৭ রান। ২০তম ওভারে করা প্রিটোরিয়াসের বলটি থার্ড ম্যানে পাঠিয়ে ১ রান নিয়ে ১৭ রান করতেই বিশ্ব ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ২০০ উইকেট বা তারবেশি উইকেট নেয়ার রেকর্ডের মালিক হন সাকিব। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের আবদুল রাজ্জাকের পর সাকিব এমন রেকর্ড গড়েন। তবে কম ম্যাচ খেলে এ রেকর্ড গড়ার দিক থেকে সাকিবই সবার উর্ধে চলে যান। এর আগে যখন ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা খেলতে আসে তখন সবচেয়ে কম ম্যাচে (১৫৬) চার হাজার রান ও ২০০ উইকেট (২০১) শিকার করেছিলেন সাকিব। দুই বছরের মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করার আগে আরও ২১ ম্যাচে ২৩ উইকেট নেন সাকিব। জ্যাক ক্যালিস, সনাত জয়সুরিয়াদের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে দেন। এই রেকর্ডে ক্যালিস এতদিন ছিলেন শীর্ষে। ক্যালিস ১৪২ ম্যাচে ৫ হাজার রান করলেও ২০০ উইকেট পেতে লাগে ২২১ ম্যাচ। তিনে থাকা জয়সুরিয়ার ৫ হাজার রান করতে ১৯১ ম্যাচ লাগলেও ২০০ উইকেট পেয়েছেন ২৩৫ ম্যাচে। এরপর আফ্রিদি ২৩৯ ম্যাচে এমন কৃতিত্ব গড়েন। আর আবদুল রাজ্জাক ২৫৮ ম্যাচে এমন রেকর্ডের মালিক হন। সবাইকে ছাপিয়ে যান সাকিব। এমন রেকর্ড গড়ার দিনে আবার দক্ষিণ আফ্রিকারই জ্যাক ক্যালিসকে পেছনে ফেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডেতে ২০০ ম্যাচের নিচে খেলে এমন রেকর্ড বিশ্বে আর কোন ক্রিকেটারের নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে আরেকটি মাইলফলকেও পা রেখেছেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের কীর্তি গড়েন। বাংলাদেশের হয়ে এর আগে ওপেনার তামিম ইকবাল সর্বপ্রথম ওয়ানডেতে ৫ হাজার রান করে এই রেকর্ডের একক মালিক ছিলেন। ৫০ ওভারের ম্যাচে ১৭৩ ম্যাচে তার রান সংখ্যা ৫৭৪৩। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেটি খেলতে পারেননি তামিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে সাকিব বলেছিলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে (দক্ষিণ আফ্রিকায়) এশিয়ার দলগুলোর পারফর্মেন্স ভাল না। আবার ওরা যখন এশিয়ায় গেছে তখন তাদেরও পারফর্মেন্স ভাল না। এখানে তাই আমাদের চ্যালেঞ্জ বেশি।’ টেস্ট সিরিজে বিশ্রাম নিয়ে প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি করে ওয়ানডেতে ফেরা সাকিব আরও জানিয়েছিলেন, ‘একেক জনের ধরন তো একেক রকম। আমার মুভমেন্ট ভাল হচ্ছিল বলে হয়তো আমি সময় একটু বেশি পাচ্ছিলাম। এগুলো টেকনিক্যাল জিনিস, আমি খুব একটা বলতে পারব না। মাঠে আমরা কিভাবে এ্যাপ্রোচ করি সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি এই কন্ডিশনে খেলা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটাই তো আমরা নিতে চাই। নইলে তো খেলার মজা আসবে না। আশাকরি সবাই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত থাকবে আর ভাল করার চেষ্টা করবে।’ সাকিব চ্যালেঞ্জটা নিয়েছেন। দুর্দান্ত ব্যাটিংও করছিলেন। কিন্তু ৪৫ বলে ২ চারে ২৯ রানের বেশি করতে পারেননি। এই রান করে আউট হওয়ার আগেই অবশ্য সাকিব সবচেয়ে কম ম্যাচ খেলে ৫ হাজার রান ও ২০০ উইকেট শিকারের শীর্ষে উঠে বসেন। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান ও ২০০ উইকেট ক্রিকেটার ম্যাচ রান উইকেট সাকিব আল হাসান (বাংলাদেশ) ১৭৮ ৫০১২ ২২৪ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ২২১ ৭৭০৩ ২০০ সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ২৩৫ ৬৬০১ ২০০ শহীদ আফ্রিদি (পাকিস্তান) ২৩৯ ৫০৭১ ২০১ আবদুল রাজ্জাক (পাকিস্তান) ২৫৮ ৫০৪০ ২৬৩ ক্স দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে সাকিবের বোলিং করার আগ পর্যন্ত হিসেব।
×