ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মারিজুয়ানার ওপর ডিগ্রী

প্রকাশিত: ০৫:১৯, ১৬ অক্টোবর ২০১৭

মারিজুয়ানার ওপর ডিগ্রী

মিশিগানের একটি বিশ্ববিদ্যালয় উচ্চতর ডিগ্রী অর্জনের এক অদ্ভুত প্রস্তাব দিয়েছে। একেবারে পিলে চমকে যাওয়ার মতো। প্রতিষ্ঠানটি এখন মারিজুয়ানার ওপর ডিগ্রী দিবে। নর্দান মিশিগান বিশ্ববিদ্যালয় চলতি সেমিস্টারে রসায়ন বিভাগের এক কর্মসূচীতে নতুন এ বিষয়টি চালু করেছে। এ বিষয়ে ক্লাস নেয়াও শুরু হয়েছে। এক ডজনের মতো শিক্ষার্থী তাতে অংশ নিচ্ছে। তবে এ কর্মসূচীতে রসায়ন, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, উদ্যানবিদ্যাসহ বিপণন ও অর্থ নিয়েও পড়ানো হবে। তবে এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মারিজুয়ানা নীতি ও আইন নিয়ে পড়ানো হয়। কিন্তু কেবল মারিজুয়ানার ওপর এর আগে কোথাও পাঠ্যসূচী ছিল না। বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ব্র্যানডন ক্যানফিল্ড বলেন, কর্মসূচীতে শিক্ষার্থীরা মারিজুয়ানা চাষ করবে না। কিন্তু চিকিৎসাবিদ্যায় বিষয়টি কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে তাদের ধারণা দেয়া হবে। এটা অবৈধ উৎপাদনে কোন সহায়ক ভূমিকা রাখবে না। হৃদরোগ, বিতৃষ্ণাবোধ, গ্লুকোমাসহ বিভিন্ন ব্যথার চিকিৎসায় মারিজুয়ানা কাজে লাগানো যাবে কিনা তা নিয়ে গবেষণা করা হবে নতুন করে। তিনি বলেন, সান ডিয়াগোতে আমেরিকান রসায়ন সোসাইটির মিটিং থেকে তার মাথায় নতুন এ ধারণা আসে।-ইয়াহু অনলাইন
×