ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোষা বিড়ালের বাগড়া

প্রকাশিত: ০৫:১৯, ১৬ অক্টোবর ২০১৭

পোষা বিড়ালের বাগড়া

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি সিংহ বাঁধনমুক্ত হয়ে হারিয়ে গিয়েছে। টেলিভিশনে সেই খবর লাইভ সম্প্রচারের সময় আরেকটি পোষা বিড়াল এসে বাগড়া দিল তাতে। আচমকা সে লাইভে এসে পনেরো সেকেন্ডের মতো ছিল, তারপরে সরিয়ে নেয়া হয়। কিন্তু দর্শকদের মুখে মুখে এখন এই বাগড়া দেয়া বিড়ালটির কথাই শোনা যাচ্ছে। ফক্স-১৩ টেলিভিশনের প্রতিবেদক স্কট ম্যাডাস টুইটারে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, দেশটির হারন্যানডো শহরে একটি মাউন্টেন লায়ন বাঁধনমুক্ত হয়ে নিখোঁজ হলে প্রতিবেদক সেই খবর লাইভ সম্প্রচার করছিলেন। তখন দুষ্টু বিড়ালটি ক্যামেরার সামনে এসে নিজেকে জাহির করে। এতে দর্শকের মনোযোগ চলে যায় তার দিকে। যার খবর প্রচার করা হয়েছিল, তার বদলে লাইভে আসা বিড়ালটিই জনপ্রিয় হয়ে যায়। সাংবাদিক মেডাস বলেন, আমি যখন চারপাশের দৃশ্য দেখাতে ক্যামেরা ঘুরাই, তখন একটি শান্তভাবে বসে থাকা ধূসর রঙের ডোরা-কাটা বিড়াল ক্যামেরার সামনে হাজির হয়। তিনি বলেন, প্রথমে এটিকে বনবিড়াল ভেবেছিলাম, পরে দেখি না, এটি পুরোপুরি ঘরে পোষা বিড়াল। ঘাসের ওপর রুক্ষ চেহারার বিড়ালটি রোদ পোহাচ্ছিল। এরপর দর্শকদের পুরো মনোযোগ চলে যায় পোষা বিড়ালটি দিকে। যাকে নিয়ে খবর প্রচার, তার কোন খবর নেই।-ইউপিআই অনলাইন
×