ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খোলা বাজারে বিক্রি

কাভার্ডভ্যান ভর্তি কোটি টাকার বন্ডের কাপড় জব্দ

প্রকাশিত: ০৫:১৮, ১৬ অক্টোবর ২০১৭

কাভার্ডভ্যান ভর্তি কোটি টাকার বন্ডের কাপড় জব্দ

স্টাফ রিপোর্টার ॥ বন্ড সুবিধা নিয়ে খোলা বাজারে পণ্য বিক্রির অভিযোগে কাভার্ডভ্যান ভর্তি প্রায় কোটি টাকার বন্ডের কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা দল। শনিবার গভীর রাতে পুরান ঢাকার সিএমএম কোর্ট এলাকার জনসন রোড থেকে কাভার্ডভ্যান ভর্তি বন্ডের কাপড় জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল ইসলাম জানান, ঐ দিন গভীর রাতে পণ্য বোঝাই কাভার্ডভ্যানটি (চট্ট মেট্রো- ট ১১-৭১২০) আটক করা হয়। গাড়িতে প্রাপ্ত কাগজপত্র অনুযায়ী পরিবহনের পণ্য হচ্ছে ২৮১ রোল শতভাগ পলিয়েস্টার ফেব্রিক্স। যা ‘মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৯১, থানা রোড, তুরাগ, ঢাকা’ নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানিকৃত।
×