ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসির সঙ্গে সংলাপে ১১ প্রস্তাব দেবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:১৬, ১৬ অক্টোবর ২০১৭

ইসির সঙ্গে সংলাপে ১১ প্রস্তাব দেবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১ প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে বসবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আসন্ন সংলাপ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এইটুকু বলতে পারি ১১টির মতো প্রস্তাব আছে। এটি নিয়ে আমি এখন কোন কথা বলব না। আর এটি তো ওপেন সিক্রেট, সিক্রেট কোন বিষয় না, মিটিং ক্লোজ ডোরে হবে না, মিডিয়ার উপস্থিতিতে সংলাপ হবে, সংলাপের পর সেখানে ব্রিফ করা হবে। সিইসি ও সরকার মনে করছে বিএনপি নির্বাচনে আসবে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব চিন্তাভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। সিইসির হয়ত মনে হয়েছে বিএনপি সংলাপে আসবে, ইলেকশনেও আসবে। সংলাপে তো বিএনপি এসেছিল। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে না, এমন নেগেটিভ কথা কেন বলব। বিএনপি একটি শক্তিশালী প্রতিপক্ষ, একটি বড় দল। নির্বাচনে বিএনপি আসুক আমরা চাই। দুর্বলকে পরাজিত করে বিজয়ী হতে চাই না, শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির ভোট বর্জনের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গতবার ৫ জানুয়ারিতে বিএনপি আমাদের যে রকম অবস্থায় ঠেলে দিয়েছিল, আমরা সে রকম অবস্থা চাইনি। আমরা চেয়েছিলাম বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। অনেকেই বলেন গত নির্বাচনে অংশ না দিয়ে তারা ভুল করেছে, এই ভুলের পুনরাবৃত্তি তারা করবে বলে বিশ্বাস করি না। বিএনপির সংলাপে যাওয়াকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলেও জানান তিনি। তবে বর্তমানে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
×