ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের ঝড়ে উড়ে গেল জিমিরা

প্রকাশিত: ০৫:১৬, ১৬ অক্টোবর ২০১৭

শেষ মুহূর্তের ঝড়ে উড়ে গেল জিমিরা

রুমেল খান ॥ দুই ম্যাচে মোট ১৪ গোল হজম, একটাও গোল বা পেনাল্টি কর্নার (পিসি) আদায় না করতে পারার আক্ষেপ অবশেষে ঘুচিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপ হকিতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তারা প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে গোল করেছে পিসি থেকেই। তবে ভাল খেলেও জিততে পারেনি তারা। ১-৩ গোলে হেরে আক্ষেপই সঙ্গী হয়েছে কেবল। ৩২ বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকির আসরে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ (তখন খেলা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে)। এবার আসর শুরু আগে জাপানের সঙ্গে একটি ৪০ মিনিটের (৬০ মিনিটের পরিবর্তে) প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে তাদের ২-১ গোলে হারায় মাহবুব হারুনের শিষ্যরা। টুর্নামেন্ট শুরুর আগে সপ্তদশ র‌্যাঙ্কিংধারী জাপানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ৩৪ নম্বর র‌্যাঙ্কিংধারী বাংলাদেশ। ৪০ মিনিটের এই ম্যাচে দূরপ্রাচ্যের-সূর্যোদয়ের দেশ জাপানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যদিও প্রস্তুতি ম্যাচের সঙ্গে টুর্নামেন্টের ম্যাচের অনেক ফারাক থাকে, তারপরও ওই ম্যাচের ফল থেকে জয়ের অনুপ্রেরণা খুঁজছিল লাল-সবুজবাহিনী। কিন্তু জয়ের সেই আশার সলিল সমাধি ঘটে একেবারে শেষ সময়ে গিয়ে। এই ম্যাচে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল দুই ম্যাচ এবং দীর্ঘ ১৪৮ মিনিট প্রথম কোন পেনাল্টি কর্নার (পিসি) পাওয়া এবং তা থেকেই চলতি আসরে প্রথম গোল আদায় করা। মজার ব্যাপারÑ পুরো ম্যাচে তারা ওই একটিই পিসি পেয়েছিল। অথচ এর বিপরীতে জাপান পেয়েছে ১০টি পিসি এবং সেগুলোর একটি থেকেও গোল করতে পারেনি তারা। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভারতের কাছে যথাক্রমে ০-৭ গোলে পরাভূত হয়ে জিমিবাহিনীর সুপার ফোরে যাবার আশা বিলীন হয়ে গিয়েছিল। এখন তাদের খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। যদি তারা বিশ্বকাপ হকির বাছাইপর্বের খেলার যোগ্যতা অর্জন করতে চায় সেক্ষেত্রে তাদের এই আসরে কমপক্ষে দুটি ম্যাচে জিততেই হবে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন বলেন, ‘আমাদের এই ম্যাচে পয়েন্ট পাওয়া উচিত ছিল। পয়েন্ট আসলে হাতছাড়া হয়েছে তৃতীয় কোয়ার্টারে। তৃতীয় কোয়ার্টারে বেশ কটি গোলের সুযোগ মিস হয়েছে। ফলে লিড নেয়া হয়নি। পক্ষান্তরে ওরা তো শেষ মুহূর্তে চেষ্টা তো করবেই। সেই চেষ্টায় সফল হয়েছে। শেষের দিকে আমাদের খেলোয়াড়দের মনোযোগ থাকে না। মনোযোগ বজায় রাখার জন্য আমরা নানা পরামর্শ দেই চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত হয় না। তিন ম্যাচের সামগ্রিক পারফর্মেন্সে আমি সন্তুষ্ট না।’ জাপানের কোচ আইকম্যান বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমরা বেশি ব্যবধানে জিততে পারিনি। বড় ব্যবধানে জেতা উচিত ছিল ম্যাচ। পেনাল্টি কর্নার, পেনাল্টি স্ট্রোক থেকে গোল মিস হয়েছে। এমনকি ফাঁকা পোস্টেও। এর কারণ আমার খেলোয়াড়রা এখনও তরুণ ও অনভিজ্ঞ। তবে এই ম্যাচগুলোর মাধ্যমে তারা শিখছে।’ এদিকে রবিবার অনুষ্ঠিত অপর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারায় ভারত। এই জয়ে ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাাম্পিয়ন হলো ভারত। সুপার ফোরে যাওয়া নিশ্চিত করেছিল আগেই। ৩ ম্যাচের প্রতিটিতেই জিতে সর্বাধিক ৯ পয়েন্ট নিয়ে তারা হয়েছে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পাকিস্তানের প্রথম হার। ১ জয়, ১ হার ও ১ ড্রতে ৪ পয়েন্ট তাদের। তবে ভারতের কাছে হারলেও পাকিস্তানের খুব একটা ক্ষতি হয়নি। কেননা গ্রুপ রানার্সআপ হয়ে তারাও কপালগুণে নাম লিখিয়েছে সুপার ফোরে। তাদের সমান পয়েন্ট জাপানেরও। কিন্তু গোল তফাতে জাপানের চেয়ে (-২) এগিয়ে থাকায় পাকিস্তানই (+৫) সুপার ফোরে। ফলে রবিবার বাংলাদেশকে হারিয়েও কপাল পুড়লো জাপানের, আর ভারতের কাছে হেরেও বেঁচে গেল পাকিস্তান। ম্যাচ শেষে মোঃ ইরফান (পাকিস্তানের অধিনায়ক) বলেন, ‘আমরা ভালই খেলেছিলাম। গোলের সুযোগও পেয়েছি অনেক। গোলগুলো করতে না পারায় হারতে হলো। হলুদ কার্ডের জন্য দুই খেলোয়াড় বাইরে ছিল। এতে কিছু সময়ের জন্য আমাদের দলের শক্তিমত্তা কম ছিল। ফলের বিচারে সন্তুষ্ট না হলেও পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। টুর্নামেন্টের সামনের দিনগুলোতে এই ছন্দ বজায় রাখতে চাই।’ ভারতের অধিনায়ক মানপ্রিত সিং বলেন, ‘পারফর্মেন্সে খুশি-অখুশির চেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি। তিন পয়েন্ট পেয়েছি। গোলের অনেক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারিনি। পাকিস্তান আমাদের চেয়ে বেশি পেনাল্টি কর্নার পেয়েছে। তা থেকে তারা গোল করতে পারেনি। এটি তাদের দুর্বলতা বলে মনে হয়েছে। ৩২ বছর আগে এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানের কাছে হেরেছিল আমরা আজ জিতলাম এটাকে মোটেও প্রতিশোধ হিসেবে দেখছি না।’ এদিকে এশিয়া কাপ হকিতে আজ শেষ হচ্ছে গ্রুপ পর্যায়ের খেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ। বিকেল ৩টায় প্রথম ম্যাচে মালয়েশিয়া মুখোমুখি হবে ওমানের। বিকেল সাড়ে ৫টায় অপর ম্যাচে চীন মোকাবেলা করবে দক্ষিণ কোরিয়ার।
×