ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তা বদলি

প্রকাশিত: ০৫:১৪, ১৬ অক্টোবর ২০১৭

সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে তুমুল আলোচনার মধ্যে সুপ্রীমকোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ প্রশাসনে দায়িত্বরত ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁও, পিরোজপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, সাতক্ষীরা, বরগুনা, লক্ষ্মীপুর, খুলনা, মাদারীপুর, কিশোরগঞ্জ, মেহেরপুর ও বাগেরহাটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যুগ্ম-জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের আরও ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে বাংলাদেশ সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। সুপ্রীমকোর্ট থেকে ১০ কর্মকর্তা বদলি হলেও ঢাকা জেলা ও দায়রা জজ আদালতসহ দেশের জেলার বিভিন্ন আদালতে প্রধান বিচারপতি সিনহার প্রিয়ভাজনরা বহালতবিয়তে রয়েছেন। সিনহার প্রিয়ভাজনরা এখন বদলি আতঙ্কে ভুগছেন। একটি সূত্র জানায়, এসব কর্মকর্তাকেও শীঘ্র্র বদলি করা হবে। এর আগে দায়িত্বরত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছিলেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অচিরেই সুপ্রীমকোর্টের প্রশাসনে পরিবর্তন আনবেন। ১৩ অক্টোবর প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার প্রাক্কালে এক চিরকুটে বলেন, প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোন রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে। প্রধান বিচারপতির প্রশাসনে হস্তক্ষেপ করলে এটি সহজেই অনুমেয় যে, সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে এবং এর দ্বারা বিচার বিভাগ ও সরকারের সম্পর্কে আরও অবনতি হবে। এটি রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না। এ প্রসঙ্গে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি যে কাজ করতে পারেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক একই কাজ করতে পারেন। সেটাই সংবিধানে (৯৭ অনুচ্ছেদে) বলা আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমার বলতে হয়, মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা যে বক্তব্য দিয়েছেন সেটা আইনসঙ্গত নয়। সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্ব পালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে সেক্ষেত্রে অন্য কোন ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতির স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপীল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন। সে মোতাবেক সুপ্রীমকোর্ট প্রশাসনের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপ্রীমকোর্ট প্রশাসনের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বরত ১০ কর্মকর্তাকে অন্যত্র পরিবর্তন (রদবদলের) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে দুপুরে তাদের বদলির বিষয়ে আইন মন্ত্রণালয়কে অনুমোদন দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রবিবার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। যাদের বদলি করা হয়েছে তারা হলেনÑ প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী (একান্ত সচিব) মোঃ আনিসুর রহমান, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, হাইকোর্ট বিভগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ সাব্বির ফয়েজ, অতিরিক্ত রেজিস্ট্রার জাবিদ হোসাইন, ডেপুর্টি রেজিস্ট্রার মোঃ আজিজুল হক ও ফারজানা ইয়াসমিন এবং ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমানকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার জাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু ট্রাইব্যুনালের বিচারক, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জেলা জজ, আপীল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম-জেলা জজ, ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ এবং প্রধান বিচারপতির বিশেষ অফিসার ইএম ইসমাঈলকে বরগুনা জেলার অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। সুপ্রীমকোর্টের ফুল কোর্ট সভা আজ ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। আজ সোমবার বিকেল ৪টায় জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এক নোটিসে সভার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।’ প্রসঙ্গত, ফুল কোর্ট সভায় উপস্থিত বিচারপতিরা সুপ্রীমকোর্টসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে থাকেন।
×