ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুরে দাঁড়িয়েছে এইচটিসি

প্রকাশিত: ০৪:৫৭, ১৬ অক্টোবর ২০১৭

ঘুরে দাঁড়িয়েছে এইচটিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছরের শুরুটা মন্দা দিয়ে শুরু হয়েছিল তাইওয়ানের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির। বছরের মাঝামাঝিতে এসে সেটা আরও প্রকট আকার ধারণ করে। তখন গুজব ওঠে রুগ্ন এই প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে গুগল। কিন্তু সেই খবরের সত্যতা মেলেনি। আশার কথা হচ্ছে মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে এইচসিটিসি। লাভের মুখ দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে জানা যায়, সেপ্টেম্বর মাসে এইচটিসি হ্যান্ডসেট বিক্রি করে দ্বিগুণ মুনাফা অর্জন করেছে। সম্প্রতি এইচটিসি সেপ্টেম্বর মাসের কনসলিডেটেড রেভিনিউ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ওই মাসে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা সেপ্টেম্বর মাসের দ্বিগুণ। সম্প্রতি গুগল তাদের সর্বাধুনিক ফোন পিক্সেল ২ বাজারে অবমুক্ত করেছে। এই ফোনটি তৈরি করেছে এইচটিসি। বাজার ধরতে এইচটিসি এই বছরের শেষনাগাদ বেশ কয়েকটি ফ্লাগশিপ ডিভাইস ছাড়ছে। এর মধ্যে একটি হলো ইউ ১১ প্লাস। এটি হবে মিনিমাল বেজেলের ফোন। যার এ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোন ছাড়াও এইচটিসির ভাইভ ভিআর হেডসেট বাজারে রয়েছে। যদিও এটি বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি। ১৮১টি মামলায় ১৬ লাখ টাকা জরিমানা আদায় করল বিআরটিএ ১০ হতে ১৫ অক্টোবর বিআরটিএর চারটি ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর অধীনে সংঘটিত বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ১৮১টি মামলায় ১৬ লাখ ৭১ হাজার ২৮০ টাকা জরিমানা আদায়, ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ১৩টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করে। -বিজ্ঞপ্তি
×