ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সূচকে স্থান পেল বিবিএস কেবল

প্রকাশিত: ০৪:৫২, ১৬ অক্টোবর ২০১৭

সূচকে স্থান পেল বিবিএস কেবল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিবিএস কেবল লিমিটেডকে ডিএসইএক্স সূচকে স্থান দেয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর থেকে এর কার্যকারিতা শুরু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ৩১ জুলাই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরির আওতায় বিবিএস কেবল লেনদেন শুরু করে। অক্টোবর, ২০১৭ এর কোম্পানিগুলোর পারফর্মেন্স বিবেচনায় এ কোম্পানিটিকে সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০২তম কমিশন সভায় এ কোম্পানির তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির আইপিও আবেদন গত ২৩ মে থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলে। গত ২২ জুন এ কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। বিবিএস কেবলের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৭১ লাখ টাকা। এর মোট ১২ কোটি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৩৩.৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫.৮৮ শতাংশ, বিদেশী ০.১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪০.৩৭ শতাংশ শেয়ার। পদ্মা লাইফের উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এটিএম এনায়েত উল্লাহ তার পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
×